Bootstrap Image Preview
ঢাকা, ২৯ সোমবার, এপ্রিল ২০২৪ | ১৫ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

ডিপিএলে মুস্তাফিজের রাজকীয় প্রত্যাবর্তন

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৯ এপ্রিল ২০১৯, ১২:০৩ PM আপডেট: ০৯ এপ্রিল ২০১৯, ১২:০৩ PM

bdmorning Image Preview


সোমবার লম্বা সময় পর ঘরোয়া লিগ ঢাকা প্রিমিয়ার লিগে প্রত্যাবর্তন করেছেন মুস্তাফিজুর রহমান। ফিরেই বল হাতের আগুন ঝড়ালেন। তবে হারের যন্ত্রনা নিয়ে মাঠ ছাড়তে হয়েছে তার দলকে। 

চার বছরের লম্বা বিরতির ইতি টেনে সোমবার শাইনপুকুর ক্রিকেট ক্লাব দলের হয়ে চলতি ঢাকা প্রিমিয়ার লিগে অংশ নিলেন মুস্তাফিজ। এদিন তার দল প্রতিদ্বন্ধিতা করতে নেমেছিল গাজী গ্রুপের বিপক্ষে। মুস্তাফিজের বোলিং ফিগার ছিল ৬.৫-১-২৩-৩। ইকোনোমি ৩.৩৬। নিজের প্রথম ওভারে ৬ রান দিয়ে শিকার করেন ২ উইকেট।

তবে মুস্তাফিজের প্রত্যাবর্তেনের দিয়ে জয় পায়নি তার দল। টসে হেরে ব্যাট করেত নেমে তার দল ১৭৭ রানের ছোট পুঁজি পায়। জবাবে ডাকওয়ার্থ ও লুইস মেথডে ২১ রানের জয় তুলে সেরা ছয়ের সুপার লিগ খেলার সম্ভাবনা জাগিয়েছে গাজী গ্রুপ ক্রিকেটার্স।

এর আগে সবশেষ ২০১৪ সালের নভেম্বরে শক্তিশালী আবাহনী লিমিটেডের হয়ে লিস্ট 'এ' ক্রিকেট তথা প্রিমিয়ার লিগে অভিষেক হয়েছিল মোস্তাফিজ। কলাবাগান ক্রীড়া চক্রের বিপক্ষে নিজের অভিষেক ম্যাচেই নিয়েছিলেন ৩২ রানে ৫ উইকেট, জিতেছিলেন ম্যাচসেরার পুরষ্কার।

Bootstrap Image Preview