Bootstrap Image Preview
ঢাকা, ২৯ সোমবার, এপ্রিল ২০২৪ | ১৫ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

অনুশীলনে দেরি, বিশেষ কিট ব্যবহারের শাস্তি 

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৮ এপ্রিল ২০১৯, ১২:৪৯ PM আপডেট: ০৮ এপ্রিল ২০১৯, ১২:৪৯ PM

bdmorning Image Preview


অনুশীলনে দেরি করে আসলে চলতি আইপিএলে অভাবনীয় শাস্তি পেতে হচ্ছে মুম্বাই ইন্ডিয়ান্সের ক্রিকেটারদের। এই শাস্তি কিছুটা মজারও। মুম্বাই ইন্ডিয়ান্সের ক্রিকেটার বরিন্দার স্রানকে এবার পেতে হল এমনই মজার এই শাস্তি! কিন্তু কী সেই শাস্তি?

অনুশীলনে দেরি করে আসার জন্য বরিন্দারকে নানা ধরণের 'ইমোজি'র ছবি দেওয়া কিট ব্যবহার করতে হচ্ছে। এমনকি 'ইমোজি'র ছবি লাগানো প্যান্টও পড়তে হচ্ছে। দলের সবাই যাতে নির্দিষ্ট সময়ে অনুশীলনে আসেন, শৃঙ্খলা মানেন, তার জন্য এমন মজার নিয়ম চালু করা হয়েছে। যতদিন অবধি না অন্য কোনও ক্রিকেটার এই একই দোষে দোষী হন, ততদিন অবধি বরিন্দারকেই এমন 'ইমোজি'‌ দেওয়া কমলা রঙের প্যান্ট পড়তে হবে। 

এর আগে মুম্বাই অধিনায়ক রোহিত শর্মাকে এমন 'ইমোজি' প্যান্ট পড়তে হয়েছে। বরিন্দারের এই 'ইমোজি' কিট পড়া ভিডিও নিজেদের ট্যুইটার অ্যাকাউন্টে শেয়ারও করেছে মুম্বাই ইন্ডিয়ান্স। যা ভাইরাল হয়ে গেছে। এই '‌ইমোজি'‌ কিট পড়েই মুম্বাই থেকে হায়দরাবাদ উড়ে গেছেন বরিন্দার।

Bootstrap Image Preview