Bootstrap Image Preview
ঢাকা, ২৯ সোমবার, এপ্রিল ২০২৪ | ১৬ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

এবার আর অজুহাত দিলেন না কোহলি

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৮ এপ্রিল ২০১৯, ১১:৪৪ AM আপডেট: ০৮ এপ্রিল ২০১৯, ১১:৪৫ AM

bdmorning Image Preview


একরাশ হতাশা। এ ছাড়া আর কিই বা থাকতে পারে বিরাট কোহলিদের জন্য। টানা ছ'ম্যাচে হারের যন্ত্রণা নিয়েই আর কোনও অজুহাত দিতে চান না বিরাট কোহলি। রবিবার ঘরের মাঠে দিল্লির কাছে ষষ্ঠ ম্যাচে হারের মুখ দেখতে হল রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু।

দিল্লি ক্যাপিটাল চার উইকেটে হারায় রয়্যালদের। ১৫০ রানের লক্ষ্যে নেমে সাত বল বাকি থাকতেই ম্যাচ জিতে নেয় দিল্লি। আট দলের টুর্নামেন্টে পয়েন্টহীন অবস্থায় সবার শেষে রয়েছে বেঙ্গালুরু। হারের পর বিরাট কোহলি বলেন, ‘‘আমরা প্রতিদিন অজুহাত দিতে পারি না। আমাদের সুযোগগুলো কাজে লাগাতে হত। আবারও আমরা ভাল খেলতে পারলাম না। এটাই আরসিবির কাহিনী এই মৌসুমে।''

২০১৩ মৌসুমে একইভাবে ছ'টি টা‌না ম্যাচ হেরেছিল দিল্লি। এ বার সেই রেকর্ডকেই ছুঁলো বেঙ্গালুরু। আর এক ম্যাচই প্রমাণ করবে এই রেকর্ড ছাপিয়ে যাবেন কিনা বিরাট কোহলিরা। 

বিরাট বলেন, ‘‘যখন মানসিকতায় প্রতিবন্ধকতা  থাকে তখন সামনে আসা সুযোগগুলো দেখা যায় না। পরিষ্কার মানসিকতাটা দরকার বিশেষ করে যখন আধা সুযোগকে কাজে লাগাতে হয় এবং ম্যাচে ফিরতে হয়।''

‘‘শ্রেয়াস ৬৭ রানের ইনিংস খেলেছে, চার রানে ওর ক্যাচ পড়ে। কেউ জানে না কখন ম্যাচ ঘুরে যাবে।'' শ্রেয়াসের ক্যাচ ফেলেন উইকেট কিপার পৃথ্বী শ। আরসিবি এখনও পর্যন্ত ১৫টি ক্যাচ ফেলেছে। 

বিরাট বলেন, ‘‘ছেলেদের দায়িত্ব নিতে বলতে পারি। এর থেকে আর বেশি কী বলব। এটাই সত্যি। আমি ব্যাক্তিগতভাবে নিয়ন্ত্রণ করার চেষ্টা করি না।  একটা সময়ের পর স্কিলটাই আসল। আমাদের দল হিসেবে খেলাটাকে উপভোগ করতে হবে তবে সাফল্য আসবে।''

Bootstrap Image Preview