Bootstrap Image Preview
ঢাকা, ২৯ সোমবার, এপ্রিল ২০২৪ | ১৬ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

আঙুলের ইনজুরির জন্য বিশ্রামে মিরাজ

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৮ এপ্রিল ২০১৯, ০৯:৫১ AM আপডেট: ০৮ এপ্রিল ২০১৯, ০২:৪৭ PM

bdmorning Image Preview


রবিবার ঢাকা প্রিমিয়ার লিগে ফিল্ডিং করার সময় হাতের আঙুলে বলের আঘাত পেয়েছেন মেহেদি হাসান মিরাজ। এর পর সঙ্গে সঙ্গে মাঠ ছেড়ে বেড়িয়ে যায় তিনি। আঙুলে চিড় ধরার সম্ভাবনা না থাকায় অবশ্য এক্স-রে করার প্রয়োজন পড়েনি।

মিরপুর শের-ই-বাংলায় মুখোমুখি হয়েছিল আবাহনী লিমিটেড ও লিজেন্ডস অব রূপগঞ্জ।  রূপগঞ্জের ব্যাটসম্যান শাহরিয়ার নাফিসের ড্রাইভে ঝাঁপিয়ে বল আটকাতে চেয়েছিলেন মিরাজ। বল থামিয়েছিলেন ঠিকঠাক মতোই। কিন্তু বল সরাসরি আঘাত করে ডানহাতের বৃদ্ধাঙ্গুলে।

ব্যথা পাওয়ার পর সরাসরি মাঠ থেকে উঠে আসেন এ ক্রিকেটার।  ডাগআউটে বসে আঙুল চুবিয়ে রাখেন ঠান্ডা পানিতে। বরফ চিকিৎসা দেওয়ায় আঙুলের ফোলা কমলেও ব্যথা কমেনি। বিসিবি চিকিৎসক তার আঙুল দেখেছেন।  শঙ্কার কোনো কথা জানাননি। তবে ২৪ ঘন্টা পর্যবেক্ষণে রেখেছেন।

Bootstrap Image Preview