Bootstrap Image Preview
ঢাকা, ২৯ সোমবার, এপ্রিল ২০২৪ | ১৬ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

টানা দুই জয়ে শীর্ষে উঠল কলকাতা

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৮ এপ্রিল ২০১৯, ০৯:২০ AM আপডেট: ০৮ এপ্রিল ২০১৯, ০৯:২০ AM

bdmorning Image Preview


রবিবার জয়পুরে ম্যাচ শুরুর আগে মরুঝড়। ব্যাস ওই টুকুই। গোলাপি শহরে বাইশ গজে আর কোনও ঝড় এদিন তেমন ওঠেনি। কাজে এল না স্মিথের অনবদ্য লড়াই। সহজেই রাজস্থানকে ৮ উইকেটে হারিয়ে আইপিএলের শীর্ষে উঠে এল কিং খানের দল। 

এদিন টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন নাইট অধিনায়ক দীনেশ কার্তিক। কিন্তু কলকাতার বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে মাত্র ১৩৯ রানে আটকে রেখে দেয় রাজস্থানকে। রাজস্থান অধিনায়ক আজিঙ্কে রাহানে ৫ রানে আউট হন। এরপর জোস বাটলার আর স্টিভ স্মিথ জুটি টানতে থাকে রাজস্থানকে। বাটলার ৩৭ রানে আউট হলেও স্মিথ ৫৯ বলে ৭৩ রানে অপরাজিত থাকেন। নাইটেদর হয়ে হ্যারি গার্নে ২টি উইকেট নেন। একটি উইকেট নেন প্রসিদ্ধ কৃষ্ণ।

১৪০ রানের টার্গেট নিয়ে ব্যাট করতে নেমে দুই ওপেনার ক্রিস লিন এবং সুনীল নারাইন ঝোড়ো শুরু করেন। ২৫ বলে ৪৭ রান করেন নারাইন। আর ৩২ বলে ৫০ রান করেন ক্রিস লিন। দুটি উইকেটই নেন শ্রেয়স গোপাল। এরপর বাকিটা রবিন উথাপ্পা ও শুভমান গিল মিলে কেকেআর জয়ের লক্ষ্যে পৌঁছে যায়। উথাপ্পা ২৬ রানে অপরাজিত থাকেন সঙ্গে গিল করেন ৬ রান। ৩৭ বল বাকি থাকতেই ২ উইকেট হারিয়ে ম্যাচ জিতে নেয় কেকেআর।

Bootstrap Image Preview