Bootstrap Image Preview
ঢাকা, ২৯ সোমবার, এপ্রিল ২০২৪ | ১৬ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

বিকালে দিল্লির মুখোমুখি বিধ্বস্ত ব্যাঙ্গালোর

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৭ এপ্রিল ২০১৯, ০২:২০ PM আপডেট: ০৭ এপ্রিল ২০১৯, ০২:২০ PM

bdmorning Image Preview


একদিকে টানা পাঁচ হারে টেবিলের তলানীতে থেকে প্রথম জয়ের খোঁজে রয়াল চ্যালেঞ্জার বেঙ্গালুরু। অন্যদিকে টানা দুই ম্যাচ হেরে ছন্দ ফিরে পাওয়ার লড়াই দিল্লির। আইপিএল আজ মুখোমুখি লড়াইয়ে নামছে পান্থের দিল্লি ও কোহলির বেঙ্গালোর। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ৪.৩০ মিনিটে। 

শেষ ম্যাচে আরসিবিকে একাই হারিয়েছিলেন রাসেল ১৩ বলে তার ৪৮ রানের ইনিংসে ম্নান হয়েছিলে কোহলি ও  ডি ভিলিয়ার্সের ঝড়ো ব্যাটিং।  ২০৫ রান করেও জয়ের দেখা পায়নি তারা। এমন পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে মরিয়া দলটি। তা প্র্যাকটিসে খেলোয়াড়দের গা ঘামানোর ধরণ দেখেই বোঝা গেছে। নেটে অনেকক্ষণ ব্যাট করতে দেখা গেছে দলের তিন স্তম্ভ ক্যাপ্টেন বিরাট কোহলি, ব্রেন্ডন ম্যাকুলাম, এবি ডিভিলিয়ার্সকে।

অন্যদিকে প্রথম ম্যাচে মুম্বাইকে হারিয়ে দুর্দান্ত আইপিএল সফর শুরু করা দিল্লি ক্যাপিটলস, চেন্নাই, পাঞ্জাব, হায়দরাবাদের কাছে হেরে, লিগ টেবিলে ছয় নম্বরে নেমেছে। তাই ব্যাঙ্গালোরের বিরুদ্ধে জয় শ্রেয়াস আইয়ার, রিশভ পান্থদের কাছেও সমানভাবেই গুরুত্বপূর্ণ। আইপিএলে মুখোমুখি সাক্ষাতে, বিরাটরা দিল্লির থেকে এগিয়ে থাকলেও ম্যাচ তুল্যমূল্য হবে বলেই আশা করছেন বিশেষজ্ঞরা।

দিল্লি ক্যাপিটাল:পৃথ্বী শও, শিখর ধাওয়ান, শ্রিয়া আয়ার (অধিনায়ক), ঋষভ পান্থ (উইকেট), কলিন ইনগ্রাম, রাহুল তিয়াতিয়া, ক্রিস মরিস, আক্সার প্যাটেল, কগিসো রাবাদা, ইশান্ত শর্মা, সন্দীপ লামিচেন

রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর: মার্কাস স্টোনিস, পার্থিব প্যাটেল (উইকেটরক্ষক), বিরাট কোহলি (অধিনায়ক), এবি ডি ভিলিয়ার্স, মঈন আলী, শিবাম ডুবে, অক্ষদীপ নাথ, টিম সাউদি, মোহাম্মদ সিরাজ / ওয়াশিংটন সুন্দর, নবদীপ সেনানী, যজুবেন্দ্র চাহাল

Bootstrap Image Preview