Bootstrap Image Preview
ঢাকা, ০৩ শুক্রবার, মে ২০২৪ | ২০ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

আইপিএলে ২০০৮ সালের রেকর্ড ভাঙলেন জোসেফ

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৭ এপ্রিল ২০১৯, ১০:৫৭ AM আপডেট: ০৭ এপ্রিল ২০১৯, ১০:৫৭ AM

bdmorning Image Preview


লো স্কোরিং ম্যাচে হায়দ্রাবাদ ৪০ রানের বড় ব্যবধানে হারিয়েছে মুম্বাই ইন্ডিয়ান্স।  টানা দুই ম্যাচ জেতার পর হায়দ্রাবাদের ঘরের মাঠে তাদেরকে মাটিতে নামিয়েছে মুম্বাই। এই কাজটা মু্ম্বাইয়ের হয়ে একাই করেছেন অভিষেক আইপিএল ম্যাচ খেলতে নামা ২৩ বছর বয়সী পেসার আলজারি জোসেফ। 

এদিন তিনি মাত্র ১২ রান খরচ(একটি মেডেন সহ) করে ৬টি দামি উইকেট তুলে নেন আলজারি৷ আর এতেই আইপিএলের ইতিহাসের সর্বকালীন সেরা বোলিং রেকর্ডের তালিকায় শীর্ষে উঠলেন নবাগত পেসার জোসেফ৷ তার অসাধারণ পারফরম্যান্সে তিনি পেছনে ফেলেছেন ১১ বছর আগে করা পাকিস্তানি পেসার সোলেহ তানভিরের রেকর্ডকে। 

একনজরে আইপিএলের সর্বকালীন সেরা বোলিং স্পেল-

আলজারি জোসেফ– প্রতিপক্ষ সানরাইজার্স, দল-মুম্বই, ১২/৬, ২০১৯ সাল
সোহেল তনভির– প্রতিপক্ষ চেন্নাই সুপার কিংস, দল-রাজস্থান রয়্যালস, ১৪/৬, ২০০৮ সাল
অ্যাডাম জাম্পা– প্রতিপক্ষ সানরাইজার্স, দল রাইজিং পুনে, ১৯/৬, ২০১৬ সাল
অনিল কুম্বলে– প্রতিপক্ষ রাজস্থান রয়্যালস , দল রয়্যাল চ্যালেঞ্চার্স ব্যাঙ্গালোর,৫/৫, ২০০৯ সাল
ইশান্ত শর্মা- প্রতিপক্ষ কোচি , দল-ডেকান চাজার্স, ১২/৫, ২০১১ সাল
লসিথ মালিঙ্গা– প্রতিপক্ষ ডেকান চাজার্স, দল মুম্বই ইন্ডিয়ান্স ১৩/৫, ২০১১ সাল
অঙ্কিত রাজপুত– প্রতিপক্ষ সানরাইজার্স হায়দরাবাদ, দল কিংস ইলেভেন, ১৪/৫, ২০১৮ সাল

তবে এদিন জোসেফ শুধু আইপিএলের সেরা বোলিং রেকর্ডটিই নিজের করে নেননি। সঙ্গে তিনিও এখন আইপিএলে বল হাতে সেরা অভিষেকের রেকর্ডও গড়েছেন
একনজরে রেকর্ড-

আলজারি জোসেফ– ১২/৬, ২০১৯ সালে
অ্যান্ড্রু টাই– ১৭/৫, ২০১৭ সালে
সোয়েব আখতার– ১১/৪, ২০০৮ সালে

Bootstrap Image Preview