Bootstrap Image Preview
ঢাকা, ০৩ শুক্রবার, মে ২০২৪ | ২০ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

কোনও মাঠই আমার কাছে বড় নয়: রাসেল

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৭ এপ্রিল ২০১৯, ০৯:৫৫ AM আপডেট: ০৭ এপ্রিল ২০১৯, ০৯:৫৫ AM

bdmorning Image Preview


গতকাল বিরাট কোহলির দল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিরুদ্ধে ১৩ বলে ৪৮ রানের অপরাজিত বিধ্বংসী ইনিংস খেলেন তিনি। তাঁর ব্যাটিং তাণ্ডবে চার ওভারে ৬৬ রান তুলে কলকাতা নাইট রাইডার্স ২০৬ রানের জয়ের লক্ষ্যে পৌঁছে গেল পাঁচ বল বাকি থাকতেই।

রাসেলের ১৩ বলের ইনিংসে রান নেওয়ার পরিসংখ্যান এ রকম— ০, ১, ০, ০, ৬, ৬, ৬, ১, ৬ ,৬, ৬, ৪, ৬। সাত-সাতটি ছয় ও একটি চার।  এ রকম অবিশ্বাস্য ব্যাটিংয়ের পর রাসেল বলেছেন, কোনও মাঠকেই তাঁর যথেষ্ট বড় বলে মনে হয় না।

রাসেল বলেছেন, অস্ট্রেলিয়ায় কিছু বড় মাঠ রয়েছে। সেখানেও বল স্ট্যান্ডে পাঠিয়ে অবাক হয়ে যাই।মনে হয়, কোনও মাঠই আমার কাছে বড় নয়।আমি আমার শক্তি ও সক্ষমতায় আস্থা রেখে খেলি। আমার ব্যাটের স্পিড খুব ভালো। এ ব্যাপারেও আমার আস্থা রয়েছে।

রাসেল বলেছেন, তাঁর সাফল্যের বিষয়ে বেশি কথা তিনি বলতে পারেন না। তা মাঠে দেখাতেই পছন্দ করেন।

রাসেল আরো বলেছেন, টি ২০ ক্রিকেটের বৈশিষ্ট্যই হল যে, একটি মাত্র ওভার ম্যাচের রঙ পাল্টে দিতে পারে। তাই আমি হাল ছাড়িনি।  রান অনেকটা বেশি দরকার ছিল।  আমি লড়াই করতে চেয়েছিলাম আর শেষপর্যন্ত আমরা পাঁচ বল বাকি থাকতেই জিতে গেলাম।

Bootstrap Image Preview