Bootstrap Image Preview
ঢাকা, ০৩ শুক্রবার, মে ২০২৪ | ২০ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

ডিপিএল সহজ বললেন না সুজন

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৬ এপ্রিল ২০১৯, ০৬:২৬ PM আপডেট: ০৬ এপ্রিল ২০১৯, ০৬:২৬ PM

bdmorning Image Preview


আগামীকাল থেকে শুরু হচ্ছে ঢাকা প্রিমিয়ার লিগের দশম রাউন্ড। এই লিগের প্রতিটি রাউন্ড কঠিন এবং চ্যালেঞ্জের, বলে মনে করেন  আবাহনী লিমিটেডের কোচ খালেদ মাহমুদ সুজনের। 

লিজেন্ডস অফ রুপগঞ্জের বিপক্ষে ডিপিএলের দশম রাউন্ডে মাঠে নামার আগে সাংবাদিকদের সাথে আলাপকালে সুজন  জানিয়েছেন,রুপগঞ্জের সাথে আমরা আপাতত শীর্ষে আছি। কালকের ম্যাচটি অনেক গুরুত্বপূর্ণ আমাদের জন্য। কাল যে জিতবে তারা টেবিলে এগিয়ে যাবে। এরপরেও সুপার লীগে পাঁচ, ছয়টি ম্যাচ থাকবে, তবে কালকের ম্যাচটি আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ।

'অবশ্যই আমরা চ্যাম্পিয়ন হওয়ার জন্য দল বানিয়েছি। কাগজে কলমে আমরা অনেক শক্তিশালী অবশ্যই। তবে রুপগঞ্জ অনেক ভালো ক্রিকেট খেলছে। সুতরাং প্রতিটি খেলাই গুরুত্বপূর্ণ। আমি বিশ্বাস করি যে আমরা অনেক ভালো দল। আমরা ম্যাচ জেতার কথা চিন্তা করতেই পারি। '

'আমরা যদি আমাদের পোটেনশিয়াল অনুযায়ী খেলতে পারি এবং সব খেলোয়াড় যদি ঠিক মতো ক্লিক করে তাহলে আবাহনী অনেক শক্তিশালী দল আমি মনে করি।'

'প্রতিদ্বন্দ্বিতা সব ম্যাচেই হচ্ছে আমার মনে হয়। এক দুটি ম্যাচ ছাড়া আমার মনে হয় গত নয়টি ম্যাচের মধ্যে পাঁচ ছয়টিতে প্রতিদ্বন্দ্বিতা হয়েছে। যদিও শেষের দিকে আমরা ভালোভাবে জিতেছি তবে শেষ ম্যাচে আমরা ২২৪ রান চেজ করতে গিয়ে কঠিন পরিস্থিতিতে ছিলাম, ১৩৫ রানে ৫ উইকেট পড়ে গিয়েছিলো আমাদের। '

'সেখান থেকে অমি আর সাইফুদ্দিন দারুণ ব্যাটিং করে ম্যাচ জিতালো। সুতরাং প্রতি ম্যাচেই প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে। কঠিন হচ্ছে। এটি আসলে ভালো, চ্যালেঞ্জ নিতে পারছি আমরা, চ্যালেঞ্জটা ভালো আসছে। তবে একসাথে আবাহনীর সকলের যেমন পারফর্ম করার কথা তেমনটি হচ্ছে না। '

যেমন আমরা কিন্তু বেশিরভাগ ম্যাচ ঘাসের উইকেটে খেলেছি। আর অন্য দল যেখানে ৩০০-৩৫০ করছে আমরা কিন্তু তেমন এখনও করতে পারিনি সত্যি কথা বলতে। তবে আমাদের সেই পোটেনশিয়াল এবং সক্ষমতা আছে। আমি বিশ্বাস করি যে প্রতিপক্ষ যেমনই হোক না কেন আমরা আমাদের সব দিক থেকে শক্তিশালী। ব্যাটিং, বোলিং, ফিল্ডিং বলেন, স্পিনারদের কথা বলেন, দেশ সেরা পেসার মাশরাফী, সাইফুদ্দিন আছে, রুবেল আছে, যদিও সে খেলতে পারছে না ইনজুরির কারণে। অপু, সানজামুল, মিরাজ, সৌম্য, মোসাদ্দেক সবাই ভালো বোলার এবং ব্যাটসম্যান। আর অমি দারুণ ফর্মে আছে যেটি আমাদের জন্য দারুণ একটি ব্যাপার। '

সবমিলিয়ে ভালো, আমি আশা করি যেন সহজে ম্যাচ জিততে পারি, তবে এরপরেও চ্যালেঞ্জ অনেক গুরুত্বপূর্ণ। আর মাঠে চ্যালেঞ্জ থাকবেই। আর আমি যেটি বললাম যে রুপগঞ্জ অনেক ভালো ক্রিকেট খেলছে। এখন পর্যন্ত তারাই মনে হয় সেরা ক্রিকেট খেলছে টুর্নামেন্টে। কাল ওদের সাথে খেলা, সুতরাং শক্ত প্রতিপক্ষ অবশ্যই।  

প্রিমিয়ার লীগ সবসময়ই কঠিন। এটি আজকের থেকে না, যখন থেকে ঢাকা লীগ শুরু হয়েছে তখন থেকেই প্রিমিয়ার লীগ সবথেকে চ্যালেঞ্জিং এবং সবথেকে কঠিন। এখানে সহজ কিছু নেই আসলে। 

শেষ ম্যাচ খেলে আপনি যখন চ্যাম্পিয়ন হবেন তখনই শুধু বলতে পারবেন যে আপনি চ্যাম্পিয়ন হয়েছেন। এর আগে প্রত্যেকটি ম্যাচেই চাপ এবং উত্তেজনা থাকে। খেলোয়াড়দের ওপর চাপ থাকে। যদিও এখন ক্রাউড কম হয়, সবকিছু কম হয়। তবে একটা সময় অনেক বেশি হতো। এরপরেও এই খেলাগুলোতে চাপ থাকেই আসলে।
 

Bootstrap Image Preview