Bootstrap Image Preview
ঢাকা, ২৯ সোমবার, এপ্রিল ২০২৪ | ১৬ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

বিশ্বকাপ দলের ১৫তম সদস্য রাব্বি

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৫ এপ্রিল ২০১৯, ১২:৩৮ PM আপডেট: ০৫ এপ্রিল ২০১৯, ১২:৪০ PM

bdmorning Image Preview


কয়েক দিন আগেই বিশ্বকাপের দলটা ১৪ সদস্যের নাম এক রকম নিশ্চিত করেছিলেন বিসিবি সভাপতি নাজমুল ইসলাম পাপন। যেখানে দলের ১৫ সদস্য হিসেবে মোসাদ্দেকে হোসেন সৈকত এগিয়ে থাকার কথাও জানিয়েছিলেন তিনি। তবে এবার দেশের একটি প্রথম শেনীর একটি দৈনিক পত্রিকা জানাচ্ছে বিশ্বকাপের দলে ১৫ সদস্যের নামটি হতে যাচ্ছে  ফজলে মাহমুদ রাব্বির। একই সাথে ওই প্রতিবেদনে আরও উল্লেখ হয়, পেসার শফিউল ইসলামও থাকছেন ১৫ সদস্যের দলে। 

বিশ্বকাপের দলে চমক হিসেবে নাম উঠে আসা রাব্বির বেড়ে উঠা চট্টগ্রাম। গেল বিপিএল আসরে ভালো পারফরম্যান্সের সুবাদে নজরে আসেন নির্বাচকদের। বিপিএল ভলো ফর্ম ছাড়াও চলতি ঢাকা লিগে দুদার্ন্ত ফর্মে রয়েছেন ২৩ বছর বয়সী এই ক্রিকেটার।

শফিউলের মূল দলে থাকাটাও ঢাকা প্রিমিয়ার লিগের কল্যাণ। মোহামেডানের হয়ে ভালোই খেলছেন এই পেসার। গত বিশ্বকাপে খেলতে না পারা শফিউলের কষ্টটা হয়তো গুছবে এবার।

এদিকে জাতীয় দৈনিকে প্রকাশিত ঐ প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে তাসকিন আহম্মেদের নামও। যিনি ১৬তম সদস্য হিসেবে থাকছেন স্টান্ডবাই। প্রকাশিত প্রতিবেদনে রাব্বি ও শফিউল ছাড়া দলের বাকি সদস্যরা পাপন সাহেবের উল্লেখ করা ক্রিকেটারদের কথা বলা হয়েছে।

১৫ সদস্যের দল: তামিম ইকবাল, লিটন কুমার দাস, সৌম্য সরকার, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ রিয়াদ, মোহাম্মদ মিঠুন, সাব্বির রহমান, মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক), মোহাম্মদ সাইফুদ্দিন, মুস্তাফিজুর রহমান, রুবেল হোসেন, মেহেদী মিরাজ, শফিউল ইসলাম, ইয়াসির আলী রাব্বি।

স্ট্যান্ডবাই: তাসকিন আহমেদ।

উল্লেখ্য, আইসিসির বেঁধে দেওয়া সময় অনুযায়ী ২৩ এপ্রিল ক্রিকেটারদের তালিকা জমা দেয়ার শেষ সময়। এর মধ্যে বিশ্বকাপে অংশগ্রহণকারী প্রতিটি দেশের ক্রিকেট বোর্ডকে ১৫ জনের চূড়ান্ত খেলোয়াড়ের তালিকা পাঠাতে হবে।২৩ মের আগে যে কোনও সময় খেলোয়াড় পরিবর্তনের সুযোগ রেখেছে আইসিসি।

Bootstrap Image Preview