Bootstrap Image Preview
ঢাকা, ২৯ সোমবার, এপ্রিল ২০২৪ | ১৫ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

স্পিনাররা কোহলির দূর্বলতা ধরে ফেলেছে: লক্ষ্মণ

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৫ এপ্রিল ২০১৯, ১১:৫৪ AM আপডেট: ০৫ এপ্রিল ২০১৯, ০১:৩৬ PM

bdmorning Image Preview


স্পিনারদের বিরুদ্ধে সমস্যায় পড়ে যাচ্ছেন বিরাট কোহলি। শ্রেয়স গোপালের গুগলিতে বোল্ড হয়েছেন। আইপিএলে রান পাচ্ছেন না বিরাট। দেশের প্রাক্তন ক্রিকেটার ভিভিএস লক্ষ্মণ কিন্তু বেশ চিন্তিত। স্পিনারদের বিরুদ্ধে বিরাটের ব্যাটিংয়ের ফাঁক বেরিয়ে পড়ছে। স্পিনাররা ভারত অধিনায়কের দুর্বলতা ধরে ফেলেছেন।

লক্ষ্মণ বলেন, '‌আমার মনে হচ্ছে স্পিনারদের বিরুদ্ধে বিরাটের ব্যাটিংয়ে কিছু ফাঁক থেকে যাচ্ছে। যা স্পিনাররা ধরে ফেলেছে। এই প্রথম নয় যে স্পিনারদের সামনে আত্মসমর্পণ করল বিরাট। গতবার মুজিব, জাম্পা, মারকান্ডেরাও বিরাটকে আউট করে দিয়েছিল। শ্রেয়স আগেও বিরাটকে আউট করেছে। আমি তো বলব বিরাট সচেতন হোক।স্পিনারদের বিরুদ্ধে আরও সতর্ক থাকুক। বিশ্বকাপের আগে ব্যাটিংয়ের ছোট সমস্যাগুলো ঠিক করে নিক।'‌

এরপরই লক্ষ্মণ বলেছেন,'‌সবচেয়ে বড় উদাহরণ ইংল্যান্ড সিরিজ। ২০১৩ সালের সিরিজে বিরাট খেলতেই পারেনি। ২০১৮ সালে কিন্তু দুর্দান্ত খেলল।প্রায় ৬০০ রান করেছে। তাই আমি আশাবাদী ভুল শুধরে নেবে বিরাট। চেনা ছন্দে ফিরে আসবে।'‌

বিরাট রানে নেই। আরসিবিও একটিও ম্যাচ এবারের আইপিএলে জিততে পারেনি। লক্ষ্মণের কথায়, '‌এটা বেশ হতাশার। আরসিবি হোক বা টিম ইন্ডিয়া। বিরাট মাঠে নামলে সেরাটা দেয়। তবে আমার মনে হয়, আরসিবি ঠিক জয়ের সরণিতে ফিরবে। আগামী দু-তিনটে ম্যাচ আরসিবির কাছে খুব গুরুত্বপূর্ণ।'‌

Bootstrap Image Preview