Bootstrap Image Preview
ঢাকা, ২৯ সোমবার, এপ্রিল ২০২৪ | ১৬ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

ফিক্সিংয়ের দায়ে অভিযুক্ত শ্রীলঙ্কান পেসার

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৫ এপ্রিল ২০১৯, ১০:৪২ AM আপডেট: ০৫ এপ্রিল ২০১৯, ১০:৪২ AM

bdmorning Image Preview


ফিক্সিংয়ের দায়ে পাঁচ মাস আগেই শ্রীলঙ্কান ক্রিকেটার দিলহারা লোকুহেটিগেকে অভিযুক্ত করেছিল অ্যামিরেটস ক্রিকেট বোর্ড (ইসিবি)। ওই অভিযোগর পর লঙ্কান এ ক্রিকেটারকে আবারো অভিযুক্ত করেছে আইসিসির দুর্নীতি দমন ইউনিট আকসু।

এবার ৩৮ বছর বয়সি লোকুহেটিগের বিরুদ্ধে তিনটি ধারায় অভিযোগ আনা হয়েছে। একটি ধারায় ফিক্সিং, আরেকটিতে প্রলোভন ও আরেকটিতে আকসুর কাছে এ সংক্রান্ত তথ্য গোপন রাখার অভিযোগ। নতুন অভিযোগের প্রেক্ষিতে তাকে এর জবাব দিতে হবে ১৪ দিনের মধ্যে।

বিবৃতি দিয়ে আইসিসি জানিয়েছে, ‘সাময়িক সাসপেনশন থাকবে৷ এছাড়াও আইসিসি কোড পেনডিং ডিটারমিনেশনের জন্য লুকুহেতিগের প্রোভিশনালি সাসপেনশন চার্জ দেওয়া হয়েছে৷’

গত বছর সংযুক্ত আরবআমিরশাহীতে টি-১০ লিগ খেলার সময়ও তার উপর চার্জ লেগেছিল৷ শ্রীলঙ্কার হয়ে ৯টি ওয়ান ডে এবং ২টি টি-২০ ম্যাচ খেলেছেন লুকুহেতিগে৷ ৩৮ বছর বয়সি লঙ্কার প্রাক্তন এই মিডিয়াম পেসার।

উল্লেখ্য, সম্প্রতি শ্রীলঙ্কার প্রাক্তন বাঁ-হাতি ওপেনার ও নির্বাচক কমিটির চেয়ারম্যানকে সনৎ জয়সূর্যকে দু’বছরের জন্য নির্বাসন করেছে আইসিসি৷ এই সময়ের ব্যবধানে কোনও ধরনের ক্রিকেটীয় কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত থাকতে পারবেন না দ্বীপরাষ্ট্রের প্রাক্তন বিস্ফোরক ওপেনার৷

Bootstrap Image Preview