Bootstrap Image Preview
ঢাকা, ২৯ সোমবার, এপ্রিল ২০২৪ | ১৬ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

তাসকিনের পুনর্বাসন শুরু, সুপার লিগে ফেরার আশা

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৫ এপ্রিল ২০১৯, ১০:০৩ AM আপডেট: ০৫ এপ্রিল ২০১৯, ১০:০৩ AM

bdmorning Image Preview


ফিটনেস টেস্টে উত্তীর্ণ হয়েছেন পেসার তাসকিন আহমেদ। তাই ইনজুরি থেকে লম্বা সময়ের পুনর্বাসন শেষে চিকিৎসকের পরামর্শে প্রথমবারের মতো বোলিং শুরু করেছেন। ডিপিএলের সুপার লিগ থেকে মাঠে ফিরতে চান এই স্পিড স্টার। এদিকে ইংল্যান্ডের কন্ডিশন বিবেচনায় তাসকিনের জন্য শেষ মুহূর্ত পর্যন্ত অপেক্ষায় থাকবেন প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু।

আগের বিপিএলে বিধ্বংসী বোলিংয়ে নিজেকে ভিন্ন রূপে আবিষ্কার করেছিলেন তাসকিন। কিন্তু ঈর্ষা পড়ে কালো ছায়ার। ছিঁড়ে গিয়েছিলো গোড়ালির লিগামেন্ট। তাই ভেঙ্গেছিল অনেক সাধনার জাতীয় দলে ফেরার স্বপ্ন। গুরুতর ইনজুরি নিয়ে চার দেয়ালের মাঝে লম্বা সময়ের পুনর্বাসন। কষ্ট আর তীব্র ব্যথার সাথে সংগ্রামের পথ পার করতে হয়েছে তাসকিনকে।

কবে বোলিং করবেন এ নিয়ে ছটফট করছিলেন বেশ ক'দিন হল। কিন্তু বিসিবি'র ফিজিও'র কাছ থেকে সবুজ সংকেত পাচ্ছিলেন না। কিন্তু গেলো কয়েক সপ্তায় দারুণ উন্নতির পর অবশেষে ৬২ দিন পর বল হাতে ছুটেছেন স্পিড স্টার। ইনজুরি থেকে ফিট হয়ে বোলিংয়ের পর যেন তাসকিনের চোখে মুখে রাজ্যের সুখ।

তাসকিন বলেন, সবগুলো টেস্টে উত্তীর্ণ হয়েই বোলিং করতে নেমেছি আমি।

২০১৯ ইংল্যান্ড বিশ্বকাপ বাংলাদেশের স্কোয়াডে বিসিবি'র প্রধান নির্বাচকের দূরবীন দৃষ্টি আছে তাসকিনের দিকে।

প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু বলেন, আমরা চাচ্ছি ও দ্রুত মাঠে ফিরে আসুক। তাহলে আমরা ওকে দেখে সিদ্ধান্ত নিতে পারবো।

তবে তার আগের বাস্তবতা হল ম্যাচ ফিট হতে হবে তাসকিনকে। ফিজিও'র কাছ থেকে বোলিংয়ের ছাড়পত্র পেয়েছেন।

তাসকিন বলেন, সুপার লীগের শুরু থেকেই খেলার পরিকল্পনা আছে।

তাসকিন ফিট। খবর জেনেছেন নির্বাচকরা। তবে সুপার লিগের ম্যাচে এবার অগ্নি পরীক্ষা দিতে হবে তেঁতে থাকা এই স্পিড স্টারকে। 

Bootstrap Image Preview