Bootstrap Image Preview
ঢাকা, ২৯ সোমবার, এপ্রিল ২০২৪ | ১৬ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

উপজেলার প্রাথমিক শিক্ষা পরিবারের প্রীতি ক্রিকেট টুর্নামেন্টে জয়ী দেবহাটা

বিডিমর্নিং : মীর খায়রুল আলম, দেবহাটা প্রতিনিধিঃ
প্রকাশিত: ০৪ এপ্রিল ২০১৯, ০৯:৩৪ PM আপডেট: ০৪ এপ্রিল ২০১৯, ০৯:৩৪ PM

bdmorning Image Preview


দেবহাটা উপজেলা প্রাথমিক শিক্ষা পরিবারের প্রীতি ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৪ এপ্রিল) সকাল ১০টায় সরকারি দেবহাটা মডেল হাইস্কুল মাঠে অনুষ্ঠিত হয়।

এতে অংশ নেন, দেবহাটা উপজেলা প্রাথমিক শিক্ষা পরিবার একাদশ অপরদিকে কালীগঞ্জ উপজেলা শিক্ষা পরিবার একাদশ। 

খেলার উদ্বোধন করেন, দেবহাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও দেবহাটা প্রাথমিক শিক্ষা পরিবার একাদশের অধিনায়ক মোঃ ইকবাল হোসেন।

খেলায় প্রথমে নিধারিত ১৬ ওভার ব্যাট করে একাদশ ৯ উইকেট হারিয়ে ১৪৬ রান সংগ্রহ করেন দেবহাটা একাদশ। জবাবে কালীগঞ্জ উপজেলা শিক্ষা পরিবার একাদশ ১৫ ওভার ১ বলে ১৪০ রানে অল আউট হয়। আর এতে দেবহাটা উপজেলা প্রাথমিক শিক্ষা পরিবার একাদশ ৬ রানে জয়লাভ করে।

উক্ত খেলার আম্পিয়ারের দায়িত্ব পালন করেন, দেবহাটা মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক হযরত আলী, রাঙ্গা শিশা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আাছাফুর রহমান।

স্কোরারের দায়িত্ব পালন করেন, ঈদগাহ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক সাইফুল্লাহ আল তারিক।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের নব নির্বাচিত ভাইস চেয়ারম্যান হাবিবুর রহমান সবুজ, মহিলা ভাইস চেয়ারম্যান জি.এম স্পর্শ, দেবহাটা উপজেলা শিক্ষা কর্মকর্তা প্রণব কুমার মল্লিক, সহকারী শিক্ষা কর্মকর্তা মঞ্জরুল ইসলাম, সহকারী শিক্ষা কর্মকর্তা মনিরুল ইসলাম, কালিগঞ্জ উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা মোস্তাফিজুর রহমান, সহকারী শিক্ষা কর্মকর্তা জহিরুল ইসলাম, দেবহাটা সদর ইউপি চেয়ারম্যান আবু বকর গাজী, দেবহাটা প্রেসক্লাবের সভাপতি আব্দুর রব লিটু, সাধারণ সম্পাদক আর.কে.বাপ্পা, বিশিষ্ট নাট্য পরিচালক জি.এম  সৈকত, প্রধান শিক্ষক খায়রুল আলম, অনুপ কুমার দাশ, সিরাজুল ইসলাম, তহমিনা খাতুন, নিমাই চন্দ্র মন্ডল, বিনয় কৃষ্ণ হালদার, সহকারি শিক্ষক আব্দুল আজিজ, আব্দুল হান্নান, মোস্তফিজুর রহমান, আব্দুল মাজেদ রহমান সহ উপজেলার বিভিন্ন স্কুলের শিক্ষকমন্ডলী উপস্থিত ছিলেন।

খেলাটির সার্বিক উপস্থাপনা করেন, চন্ডিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কালাম। 
 

Bootstrap Image Preview