Bootstrap Image Preview
ঢাকা, ২৯ সোমবার, এপ্রিল ২০২৪ | ১৬ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

এই দিনে সবাইকে কাঁদিয়ে, কেঁদে ছিলেন মাশরাফি 

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৪ এপ্রিল ২০১৯, ০৯:১২ PM আপডেট: ০৪ এপ্রিল ২০১৯, ০৯:১২ PM

bdmorning Image Preview


এই দিনটির কথা হয়তো টাইগার ক্রিকেটপ্রেমীরা কখনই ভুলবে না। কি করে ভুলবেন? এই দিনে যে বাংলাদেশের ক্রিকেটের নয়নের মনি মাশরাফি বিন মর্তুজা আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটকে চির বিদায় জানান।

দুই বছর ঘুরে আজ আবারো সেই অপয়া দিনটি এসেছে। এই দিনে অভিমানী ছেলেটা শ্রীলংকার মাটিতে  কাউকে কিছু না বলে টি-টোয়েন্টি ক্রিকেটকে   বিদায় জানিয়ে ছিলেন।

মাশরাফির এমন অভিমানে সেই দিন কেঁদেছিল বাংলার আকাশ। অঝরে ঝরেছিলো বৃষ্টি। প্রকৃতি মাতার কান্নার সেই দিনে কেঁদেছিলো অগনিত টাইগার ক্রিকেটপ্রেমীরাও। 

সুদূর শ্রীলংকা থেকেও মাশরাফি নিজেও বুঝতে পেরেছিলেন তাঁর এমন সিন্ধান্ত অনেকেই মেনে নিতে পারবেন না। কিন্তু কোন এক অজানা অভিমান বুকের মধ্যে চেপে রেখে এই সিন্ধান্ত নিতে বাধ্য হয়েছিলেন।কিন্তু কি সেই অভিমান আজ দুই বছর পরেও জানা গেল না।

বাংলাদেশের টি-টোয়েন্টি খেলা হলেই এখনো এই অভিমানি ছেলেটার কথা সবার মনে পড়ে। ক্রিকেটের এই ছোট ফর্মেটে কেউ আর ম্যাচ জয়ের পর ক্যাপটা খুলে আকাশে তুলে না। ম্যাচ চলাকালীন মধ্যমাঠে কেউ আর গেম প্ল্যান করে না। ম্যাচ না জিতলে কেউ আর পিট চাপরে বলে নাহ এটা খেলা জীবন না।কেউ আর ম্যাশকিন সেলিব্রেশন করে না।কেউ আর টিমমেটদের হাসি ঠাট্টায় মাতিয়ে রাখে না।

টি-টোয়েন্টিতে ৫৪ ম্যাচ বল হাতে উইকেট নিয়েছেন ৪২টি সর্বোচ্চ চার উইকেট নিয়েছেন একবার। আর ব্যাট হাতে রান করেছেন ৩৭৭। 
 

Bootstrap Image Preview