Bootstrap Image Preview
ঢাকা, ২৯ সোমবার, এপ্রিল ২০২৪ | ১৬ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

সাকিবকে হিন্দি বলাতে ব্যর্থ হলেন ভারতীয় উপস্থাপক

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৪ এপ্রিল ২০১৯, ০৬:১৪ PM আপডেট: ০৪ এপ্রিল ২০১৯, ০৬:১৪ PM

bdmorning Image Preview


চলতি আইপিএলে সানরাইজার্স হায়দ্রাবাদের হয়ে  একটি ম্যাচ খেলার সুযোগ পেয়েছেন সাকিব আল হাসান। এর পরের দুই ম্যাচে আর সুযোগ পাননি তিনি। তবে একাদশে জায়গা না হলেও ভারতের টিভি ও ইউটিউব চ্যানেলে ক্রীড়া বিষয়ক বিভিন্ন অনুষ্ঠানে বিভিন্ন দেশের তারকা খেলোয়াড়দের সঙ্গে স্পোর্টস টকে অংশ নিচ্ছেন এই বাঁ-হাত অলরাউন্ডার । 

আর সেখানকার এক অনুষ্ঠানে সাকিবকে হিন্দিতে প্রশ্ন করা হয়। জানাশোনা থাকলেও সাকিব অবশ্য হিন্দিতে উত্তর দেননি। উত্তর দেন আন্তর্জাতিক ভাষা ইংরেজিতে। আর সাকিবের এমন সিদ্ধান্তের প্রশংসা করছেন বাংলাদেশের ক্রিকেট প্রেমীরা। অনেকেই তাকে বাহব্বা দিচ্ছেন। 

ওই টিভি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিজয় শংকর, ভিভিএস লক্ষ্মণ ও সাকিব। উপস্থাপক প্রথমে তাদের ইংরেজিতেই প্রশ্ন করেন। সেই ভাষাতেই উত্তর দেন তারা। কিন্তু ভারতীয় হওয়ায় বিজয়, লক্ষ্মণকে হঠাৎ করে হিন্দিতে প্রশ্ন করেন উপস্থাপক। এরই ধারাবাহিকতায় সাকিবকেও হিন্দিতে প্রশ্ন করা হয়। কিন্তু সাকিব বুঝতে পারলেও হিন্দি ভাষা এড়িয়ে জবাব দেন বিশ্বে সর্বজনস্বীকৃত ভাষা ইংরেজিতে।

উপস্থাপক অবশ্য এখানে ক্ষ্যান্ত হননি। সাকিবকে ফের একই ভাষাতেই প্রশ্ন করেন। এবারও সাকিব  উত্তর দেন ইংরেজিতে। 

Bootstrap Image Preview