Bootstrap Image Preview
ঢাকা, ২৯ সোমবার, এপ্রিল ২০২৪ | ১৬ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

রাতে দিল্লির মাটিতে ফেবারিট সাকিবের হায়দ্রাবাদ

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৪ এপ্রিল ২০১৯, ০১:৪২ PM আপডেট: ০৪ এপ্রিল ২০১৯, ০১:৪২ PM

bdmorning Image Preview


বৃহস্পতিবার নয়াদিল্লির ফিরোজ শাহ কোটলা স্টেডিয়ামে আইপিএল ২০১৯-এর ষোড়শ ম্যাচে দিল্লি ক্যাপিটাল্স-এর মুখোমুখি হচ্ছে সানরাইজার্স হায়রাবাদ। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ৮.৩০ মিনিটে।

নিজেদের সবশেষ কিংস ইলেভেন পাঞ্জাবের বিরুদ্ধে জয়ের দোরগোড়া থেকেও আইপিএল-এর নিকৃষ্টতম ব্যাটিং ধসের শিকার হয়ে হেরে গিয়ে মানসিকভাবে পিছিয়ে পড়েছে দিল্লি। অপরদিকে রাজস্থান রয়্যালস-এর বিরুদ্ধে দুরন্ত জয়ে একেবারে টগবগে হয়ে রয়েছে হায়দরাবাদ। 

শুধু কিংস ইলেভেন ম্যাচেই নয়, তিনটি ম্যাচে দিল্লির ব্যাটিং-এ ধস নেমেছে ঋষভ পন্থের উইকেট পড়ার পরই। আজকের ম্যাচে ভাঙন রুখতে, ব্যাটিং অর্ডারে পান্থকে ৩ নম্বরে তুলে তার পরে অধিনায়ক শ্রেয়স আইয়ারকে আনার কথা ভাবা হচ্ছে। সেইসঙ্গে কোটলায় আবেশ খানের পরিবর্তে অমিত মিশ্রকে ফেরানো হবে। আর মিডল অর্ডারের শক্তি বাড়াতে হার্ষদ প্যাটেলের পরিবর্তে প্রথম একাদশে দেখা যেতে পারে অক্ষর প্যাটেলকে।

এই মুহূর্তে দারুণ অবস্থায় আছে সানরাইজার্স। আগের ম্যাচে বিরাট কোহলির ক্যাচ ধরতে গিয়ে আঙুলে চোট পেয়ে মাঠ ছেড়েছিলেন ডেভিড ওয়ার্নার। তবে কোচ টম মুডি জানিয়ে দিয়েছেন ওয়ার্নার সুস্থ, এবং খেলবেন। একই সঙ্গে সুস্থ হয়ে গিয়েছেন অধিনায়ক কেইন উইলিয়ামসনও। তিনিও এদিন প্রথম একাদশে ফিরতে পারেন। 

আইপিএল ইতিহাসে এই দুই দলের মুখোমুখি লড়াইয়ের পরিসংখ্যানে নজন দিলে দেখা যায় ১২ ম্যাচের ৮টি ম্যাচে জয় পেয়েছে হায়দ্রাবাদ। আর বাকি ৪টি ম্যাচ জিতেছে দিল্লি। এদিকে দিল্লির মাঠ ফিরোশা কোহলায়ও পরিসংখ্যার হায়দ্রাবাদের হয়ে কথা বলছে। শেষ ৪ ম্যাচের মাদ্র ১টি ম্যাচে জিতেছে দিল্লি।

দুই দলের সম্ভাব্য প্রথম একাদশ

দিল্লি ক্যাপিটালর্স - পৃথ্বী শ, শিখর ধাওয়ান, ঋষব পন্থ (উইকেটরক্ষক), শ্রেয়স আইয়ার (অধিনায়ক), কলিন ইনগ্রাম, হনুমা বিহারি, ক্রিস মরিস, হর্ষল প্যাটেল / অক্ষর প্যাটেল, সন্দীপ লামিছানে, কাগিসো রাবাদা, অমিত মিশ্র / আবেশ খান

সানরাইজার্স হায়দ্রাবাদ - ডেভিড ওয়ার্নার, জনি বেয়ারস্টো (উইকেটরক্ষক), বিজয় শঙ্কর, কেইন উইলিয়ামসন (অধিনায়ক) / দীপক হুডা, মনীশ পান্ডে, ইউসুফ পাঠান, রশিদ খান, শাহবাজ নাদিম / মোহম্মদ নবি, ভুবনেশ্বর কুমার, সন্দীপ শর্মা, সিদ্ধার্থ কল

Bootstrap Image Preview