Bootstrap Image Preview
ঢাকা, ২৮ রবিবার, এপ্রিল ২০২৪ | ১৫ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

মোটা অঙ্কের টাকা জরিমানা গুনলেন করুণারত্নে

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৪ এপ্রিল ২০১৯, ১০:২৯ AM আপডেট: ০৪ এপ্রিল ২০১৯, ১০:২৯ AM

bdmorning Image Preview


মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর কারণে টেস্ট দলের অধিনায়ক দিমুথ করুণারত্নেকে বুধবার ৭ হাজার ডলার ফাইন করল শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড। বাংলাদেশি টাকায় প্রায় ৬ লাক্ষ টাকা। 

এ বিষয়ে এক বার্তায় শ্রীলঙ্কা ক্রিকেট জানিয়েছে, ‘খেলোয়াড়দের চুক্তির বাধ্যবাধকতা লঙ্ঘন করায় দিমুথ করুণারত্নেকে ৭ হাজার ডলার জরিমানা করার সিদ্ধান্ত নিয়েছে শ্রীলঙ্কা ক্রিকেট। তবে তার মাঠের আচরণ ও পারফরম্যান্স বিবেচনা করে তার বিরুদ্ধে আর কোনো ব্যবস্থা নেওয়া হবে না। কারণ, মাঠে সে খুবই পেশাদার আচরণ করে।’

গত রবিবার একটি থ্রি-হুইলার গাড়িকে ধাক্কা মারায় গ্রেফতার হন করুণারত্নে। জখম হন চালক। ব্রেথ অ্যানালাইজার পরীক্ষায় জানা যায়, শ্রীলঙ্কার টেস্ট অধিনায়ক মদ্যপ অবস্থায় গাড়ি চালাচ্ছিলেন। যে কারণে নিয়ন্ত্রণ রাখতে পারেননি। 

পরে জামিনে ছাড়া পেলেও, বাঁ-হাতি এই ব্যাটসম্যানের ড্রাইভিং লাইসেন্স বাতিল করেন ম্যাজিস্ট্রেট। ২ মে থেকে তাঁর এই মামলার শুনানি। গোটা ঘটনার জন্য বোর্ডের কাছে দুঃখ প্রকাশ করেন দিমুথ করুণারত্নে। 

Bootstrap Image Preview