Bootstrap Image Preview
ঢাকা, ২৭ শনিবার, এপ্রিল ২০২৪ | ১৪ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

মুম্বাইয়ের কাছে প্রথম হোঁচট খেল চেন্নাই

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৪ এপ্রিল ২০১৯, ০৯:৩৪ AM আপডেট: ০৪ এপ্রিল ২০১৯, ০৯:৩৬ AM

bdmorning Image Preview


বুধবার আইপিএলের রূদ্ধশ্বাস ম্যাচে  দুর্দান্ত ফর্মে থাকা চেন্নাই সুপার কিংসকে ৩৩ রানে হারিয়ে দিল রোহিত শর্মা অ্যান্ড কোং। ফলে চলতি আসনে মুম্বাই তাদের দ্বিতীয় জয় ‍পেয়ে গেল। 

প্রথমে ব্যাট করতে নেমে মুম্বাই ইন্ডিয়ানসকে দারুণভাবে এগিয়ে নিয়ে গেলেন সূর্যকুমার যাদব। তাঁকে যোগ্য সঙ্গ দিলেন ক্রুনাল পান্ডিয়া। দুজনে মিলে চতুর্থ উইকেটে যোগ করেন ৬২ রান।

১৮ ওভারে ১২৫ রান ছিল মুম্বাইয় ইন্ডিয়ানসের। কিন্তু, বিধ্বংসী মেজাজে ব্যাট করে সেই রানকে ১৭০-এ পৌঁছে দেন কায়রন পোলার্ড ও হার্দিক পান্ডিয়া। দুজনে মিলে শেষ ২ ওভারে যোগ করেন ৪৫ রান।ব্রাভোর করা শেষ ওভারে পোলার্ড ও হার্দিক জুটি তোলেন ২৯ রান। পোলার্ড করেন ৭ বলে ১৭। হার্দিক পান্ডিয়া করেন ৮ বলে ২৫ রান। মুম্বাই ইন্ডিয়ানস ৫ উইকেট হারিয়ে ২০ ওভারে করে ১৭০ রান।

রান তাড়া করতে নেমে ৩ উইকেট পরপর হারিয়ে বিপাকে পড়ে গেল চেন্নাই সুপার কিংস। ৫ ওভার ৩ বলে চেন্নাইয়ের রান হয়ে যায় ৩৩। শেষমেশ তারা ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে তোলে ১৩৩ রান। শেন ওয়াটসন, আম্বাতি রায়াডু, মহেন্দ্র সিং ধোনি, সুরেশ রায়না, ডোয়েন ব্র্যাভো, রবীন্দ্র জাদেজার মতো বড় নাম থাকলেও বুধবার কেউই মাথা তুলে দাঁড়াতে পারেননি চেন্নাইয়ের হয়ে।

একমাত্র ব্যতিক্রম কেদার যাদব। ৫৪ বলে ৫৮ রান করেন তিনি। তিনি না থাকলে যে ওয়াংখেড়ে থেকে তিনবারের আইপিএল চ্যাম্পিয়নকে আরও লজ্জা নিয়ে ফিরতে হতো, এ একদম নিশ্চিত।

শেষ পাঁচটি আইপিএলের ম্যাচের মধ্যে চেন্নাইয়ের বিরুদ্ধে মুম্বাই জয়লাভ করেছিল চারটি ম্যাচেই। বুধবারের ম্যাচের পর ছ'টায় পাঁচটা করে ফেলল চেন্নাইয়ের বিরুদ্ধে মুম্বাই। মুম্বাইয়ের কাছে হেরে লিগ টেবিলের শীর্ষ স্থান খোয়ায় চেন্নাই৷ চার ম্যাচের তিনটিতে জিতলেও নেট রানরেটের বিচারে ধোনিরা পিছিয়ে পড়ে রবিচন্দ্রন অশ্বিনের কিংস ইলেভেন পাঞ্জাবের কাছে৷

Bootstrap Image Preview