Bootstrap Image Preview
ঢাকা, ২৯ সোমবার, এপ্রিল ২০২৪ | ১৫ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

কেন স্কুলে  বিশ্বকাপের দল ঘোষণা করলো নিউজিল্যান্ড ?

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৩ এপ্রিল ২০১৯, ০৫:২২ PM আপডেট: ০৩ এপ্রিল ২০১৯, ০৫:৪০ PM

bdmorning Image Preview


আসন্ন ইংল্যান্ড বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের দল ঘোষনা  একটু অভিনব পদ্ধতিতে করেছে নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড। বুধবার সকালে ক্রাইস্টচার্চের টাই টাপু বিদ্যালয়ে এ কাজ সম্পন্ন করে এনজেডসি।

স্কোয়াড ঘোষণার সময় সেই স্কুলে উপস্থিত ছিলেন দলের চার ক্রিকেটার হেনরি নিকোলস, ম্যাট হেনরি, রস টেইলর ও টম লাথাম। নিকোলস এ স্কুলেরই ছাত্র ছিলেন।

নিউজিল্যান্ডের ঐতিহ্যবাহী ‘হাকা’ দিয়ে অতিথিদের বরণ করে নেন শিক্ষার্থীরা। দুজন শিক্ষার্থী শুরু করে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন। পরে এনজেডসিপ্রধান নির্বাহী ডেভিড হোয়াইট মূল কার্যক্রম সম্পন্ন করেন।

ব্ল্যাকক্যাপসদের চূড়ান্ত দলে স্থান পেয়েছেন নিকোলস। প্রথমবারের মতো বিশ্বকাপ খেলতে যাচ্ছেন তিনি। উপরন্তু নিজের শৈশবের বিদ্যালয়ে গিয়ে আবেগপ্রবণ হয়ে পড়েন তিনি।

বাঁহাতি ওপেনার বলেন, প্রায় ১৫ বছর পর এখানে পা রাখলাম। এমন একটা বিশেষ দিনে আবারও আসাটা দারুণ ব্যাপার। সাবেক শিক্ষকদের সঙ্গে সাক্ষাৎ হয়ে ভালো লাগছে। তারা আমাকে শুধু ক্রিকেটার নয়, একজন ভালো মানুষ হতেও সাহায্য করেছেন। আমি সত্যিই গর্বিত।

১৫ সদস্যের নিউজিল্যান্ড স্কোয়াডঃ
কেন উইলিয়ামসন (অধিনায়ক), রস টেইলর, হেনরি নিকোলস, টম লাথাম (উইকেটরক্ষক), মার্টিন গাপটিল, ট্রেন্ট বোল্ট, টিম সাউদি, কলিন ডি গ্রান্ডহোম, ইস সোধি, টম ব্লান্ডেল (উইকেটরক্ষক), মিচেল স্যান্টনার, লকি ফার্গুসন, জিমি নিশাম, কলিন মানরো ও ম্যাট হেনরি।

Bootstrap Image Preview