Bootstrap Image Preview
ঢাকা, ২৯ সোমবার, এপ্রিল ২০২৪ | ১৫ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

বিশ্বকাপের আগেই হার্দিক ও রাহুলের বিচার হবে 

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৩ এপ্রিল ২০১৯, ০৪:৫০ PM আপডেট: ০৩ এপ্রিল ২০১৯, ০৪:৫০ PM

bdmorning Image Preview


টেলিভিশন চ্যাট শো কফি উইথ করণে মহিলাদের নিয়ে আপত্তিকর মন্তব্যের জেরে নির্বাসন কাটিয়ে মাঠে ফিরলেও এখনও বিপদ কাটেনি টিম ইন্ডিয়ার দুই তারকা খেলোয়াড় হার্দিক পান্ডিয়া ও লোকেশ রাহুলের। 

চলতি আইপিএলের মাঝেই হার্দিক ও রাহুলকে শুনানির নোটিশ পাটিয়েছেন অমবাডসম্যান জৈন৷ পান্ডিয়ার শুনানি ৯ এপ্রিল মুম্বই৷ আর রাহুলের শুননি ১০ এপ্রিল৷ বোর্ড সুত্রের খবর, বোর্ডের প্রতিটি সদস্য মনে করেন পান্ডিয়া ও রাহুল তাদের কৃতকর্মের শাস্তি পেয়েছে৷ তারা ক্ষমাও চেয়েছে৷ সামনে বিশ্বকাপ৷ তাই বিষয়টি দ্রুত নিষ্পত্তি চাই প্রত্যেকে৷

৩০ মে ইংল্যান্ডের মাটিতে বসছে ৫০ ওভারের বিশ্বকাপের আসর৷ ভারত বিশ্বকাপ অভিযান শুর করবে টাইটানিকের শহর সাউদাম্পটনে ৫ জুন, প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা৷ ২৩ এপ্রিলের মধ্যে বিশ্বকাপ চূড়ান্ত দল ঘোষণা করতে হবে প্রতিটি দেশকে৷ বুধবারই প্রথম দল হিসেবে বিশ্বকাপের ১৫ জনের চূড়ান্ত দল বেছে নিয়েছেন নিউজিল্যান্ড৷ সুতরাং ভারতও চায় চূড়ান্ত দল ঘোষণার আগে পান্ডিয়া-রাহুল ঘটনার নিষ্পত্তি হোক৷

Bootstrap Image Preview