Bootstrap Image Preview
ঢাকা, ২৯ সোমবার, এপ্রিল ২০২৪ | ১৬ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

ধোনি-গাম্ভীরের মাইলফলকে কোহলির পদার্পণ

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৩ এপ্রিল ২০১৯, ০২:২৯ PM আপডেট: ০৩ এপ্রিল ২০১৯, ০২:২৯ PM

bdmorning Image Preview


চলতি আইপিএলে টানা চার ম্যাচ হেরে আত্ববিশ্বাস তলানীতে গিয়ে ঠেকেছে রয়াল চ্যালেঞ্জার বেঙ্গালোরের। সবশেষ মঙ্গলবার রাতে রাজস্থান রয়্যালের কাছে ৭ উইকেটে বড় ব্যবধানে হেরেছে কোহিলর বেঙ্গালোর। তবে এই ম্যাচে ব্যক্তিগত একটি মাইলফলক স্পর্শ করছেন রিবাট কোহলি। মহেন্দ্র সিং ধোনি ও গৌতম গাম্ভীরের পর তৃতীয় ক্রিকেটার হিসেবে আইপিএলে ১০০ ম্যাচে অধিনায়কত্ব করার মাইলফলক স্পর্শ করেছেন বিরাট কোহলি।

গত ছ’টি মৌসুম ধরে আইপিএলে ব্যাঙ্গালোরের ফ্র্যাঞ্চাইজির অধিনায়কত্বের ব্যাটন কোহলির হাতে। তার নেতৃত্বে বেঙ্গালোর তিনটি ফাইনাল খেলে ফেললেও ট্রফি জয়ের স্বাদ পায়নি তারা। তাই জাতীয় দলেন অধিনায়কয়কে কম সমালোচনার মুখেও কম পড়তে হচ্ছে না। আরসিবির অধিনায়ক হিসেবে ১০০ ম্যাচে বিরাট জয় পেয়েছেন ৪৪ ম্যাচে। বিরাটের অধিনায়কত্বে আরসিবি হেরেছে ৫১টি ম্যাচ। দু’টি ম্যাচে কোনও ফলাফল হয়নি।

ন্যূনতম ৫০ ম্যাচে অধিনায়কত্বের নিরীখে ক্যাপ্টেন বিরাটের ম্যাচ জয়ের শতকরা হার সবচেয়ে কম (৪৬.৭৭)।মাইলফলকের ম্যাচে কোহলি ব্যাট হাতে ২৫ বল থেকে ২৩ রানের ইনিংস খেলে আউট হন তিনি। 

এদিকে ফ্র্যাঞ্চাইজি লিগে দলকে নেতৃত্ব দেওয়ার নিরীখে তালিকায় ১৬২টি আইপিএল ম্যাচে দলকে নেতৃত্ব সবচেয়ে উপরে রয়েছেন অবশ্যই মহেন্দ্র সিং ধোনি। তালিকায় দ্বিতীয় স্থানে থাকা গাম্ভীর দিল্লি ডেয়ারডেভিলস ও নাইট রাইডার্স দলকে নেতৃত্ব দিয়ে সব মিলিয়ে আইপিএলে ১২৯টি ম্যাচে নেতৃত্ব দিয়েছেন।

Bootstrap Image Preview