Bootstrap Image Preview
ঢাকা, ২৯ সোমবার, এপ্রিল ২০২৪ | ১৬ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

কনসার্ট দেখতে দলের শৃঙ্খলা ভঙ্গ করলেন আকমল

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০২ এপ্রিল ২০১৯, ০২:৪৫ PM আপডেট: ০২ এপ্রিল ২০১৯, ০২:৪৫ PM

bdmorning Image Preview


প্রায় দুই বছর পর পাকিস্তানের জাতীয় দলে ফিরেছিলেন উইকেটকিপার ব্যাটসম্যানস উমর আকমল। তবে মার্চে অস্ট্রেলিয়ার বিপক্ষে দলে ফিরে শৃঙ্খলা ভঙ্গের জন্য আবারো শাস্তির মুখে পড়লেন এই ক্রিকেটার। 

ঘরোয়া ক্রিকেটে অসাধারণ পারফরম্যান্সের সুবাদে জাতীয় দলের দড়জা খুলে গিয়েছিল। অস্ট্রেলিয়ার বিপক্ষে পাঁচ ম্যাচের সিরিজের দলে সুযোগ পান। তবে দুবাইয়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের পঞ্চম ও শেষ ওয়ানডের শৃঙ্খলা ভঙ্গের জন্য অভিযুক্ত হয়েছেন তিনি। 

শুক্রবার রাতে দুবাইয়ে আমেরিকান গায়ক একনের কনসার্ট ছিল। আকমল সেটা দেখতেই সতীর্থদের রেখে হোটেল থেকে বেরিয়ে গিয়েছিলেন। কনসার্ট শেষ করে দেরি করে হোটেলে ফিরেন তিনি। নিয়ম ভেঙে হোটেলের বাইরে সময় কাটানোয় তাকে ম্যাচ ফি’র ২০ শতাংশ জরিমানা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড।

এর আগে ২০১৭ সালে কোচ মিকি আর্থারের সঙ্গে ঝগড়া করে দলের বাইরে ছিটকে পড়েছিলেন উমর আকমল। বিশ্বকাপের কথা মাঠায় রেখে স্কোয়াডের নিয়মিত ছয় ক্রিকেটারকে বিশ্রাম দেওয়ায় দলে সুযোগ পান আকমল। তবে আকমলেনর ফিরতি সিরিজেই আবারো শৃঙ্খলা ভঙ্গের ইস্যুটি বিশ্বকাপে দলে তার জায়গা পাওয়া প্রভাব ফেলতে পারে।

Bootstrap Image Preview