Bootstrap Image Preview
ঢাকা, ২৯ সোমবার, এপ্রিল ২০২৪ | ১৬ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

কবে বিশ্বকাপের দল ঘোষণা করছে ভারত?

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০২ এপ্রিল ২০১৯, ১০:২৪ AM আপডেট: ০২ এপ্রিল ২০১৯, ১০:২৪ AM

bdmorning Image Preview


বিশ্বকাপ নিয়ে প্রতিটি দলই নিজেদের প্রস্তুতি শুরু করে দিয়েছে। সেই তালিকায় একটু এগিয়েই আছে দুই বারের চ্যাম্পিয়ন ভারত। গেল মাসে বিশ্বকাপের জার্সি উন্মোচন করেছে তারা। এবার বিশ্বকাপে দল ঘোষণার দিনক্ষণ জানা গেল। 

আগামী ২০ এপ্রিলের আগেই আইসিসি বিশ্বকাপের জন্য ভারতীয় টিম ঘোষণা হয়ে যাবে। সোমবার এমনটাই ইঙ্গিত দিয়েছেন ভারতীয় দলের প্রধান নির্বাচক এমএসকে প্রসাদ। 

বিশ্বকাপের নির্দেশিকা অনুযায়ী, টুর্নামেন্ট শুরুর অন্তত একমাস আগে প্রতিটি টিমকে তাদের চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করতে হবে। ইংল্যান্ডে ২০১৯ আইসিসি বিশ্বকাপ শুরু ৩০ মে। অর্থাত্‍‌ ৩০ এপ্রিলের আগেই প্রতিযোগী দেশগুলির চূড়ান্ত বিশ্বকাপ দল ঘোষণা হয়ে যাবে। 

প্রসাদের কথা অনুযায়ী, ভারতের নির্বাচক কমিটি ২০ এপ্রিলের আগেই চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করার সিদ্ধান্ত নিয়েছে। 

Bootstrap Image Preview