Bootstrap Image Preview
ঢাকা, ২৯ সোমবার, এপ্রিল ২০২৪ | ১৬ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

হ্যাটট্রিক করে পাঞ্জাবকে জয় এনে দিলেন কুরান

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০২ এপ্রিল ২০১৯, ০৯:৫১ AM আপডেট: ০২ এপ্রিল ২০১৯, ০৯:৫১ AM

bdmorning Image Preview


দিল্লি ক্যাপিটালসকে ১৪ রানে হারিয়ে দিল গেইল বিহীন কিংস ইলেভেন পাঞ্জাব। পঞ্জাবের ১৬৬/৯ স্কোরের জবাবে ১৯.২ ওভারে দিল্লি শেষ হয়ে গেল ১৫২ রানে। পাঞ্জাবের হয় হ্যাটট্রিক করেছেন স্যাম কুরান।

ঘরের মাঠে ম্যাচে ক্রিস গেইলকে ছাড়া নেমেছিল কিংস ইলেবেন পাঞ্জাব। দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে অবশ্য শুরুতেই সমস্যায় পড়ে যায় রবিচন্দ্রন অশ্বিনের দল। টস হেরে প্রথম ব্যাট করতে হয় পাঞ্জাবকে। কিন্তু দিল্লির নিয়ন্ত্রিত বোলিংয়ের সামনে নিয়মিত ব্যবধানে উইকেট হারিয়ে চাপে পড়ে গিয়েছিল পাঞ্জাব।

শেষ পর্যন্ত অবশ্য লড়াই করার মতো স্কোর তুলেছে প্রীতি জিন্টার দল। নির্ধারিত ২০ ওভারে তারা তুলেছে ১৬৬/৯। পাঞ্জাবকে ভদ্রস্থ জায়গায় পৌঁছে দিলেন ডেভিড মিলার ও সরফরাজ খান। মারকুটে ব্যাটিংয়ের জন্য দক্ষিণ আফ্রিকার ক্রিকেটার ডেভিড মিলার ক্রিকেটবিশ্বে পরিচিত 'কিলার মিলার' নামে। সোমবার মোহালিতে তিনি ৩০ বলে চারটি চার ও দুটি ছক্কা মেরে করলেন ৪৩ রান। সরফরাজ ২৯ বলে করেছেন ৩৯ রান। তাঁর ইনিংসে ছিল ছটি বাউন্ডারি।

এদিকে, টার্গেট তাড়া করতে নেমে মাত্র ১ রানে প্রথম উইকেট পড়ে দিল্লির। খাতা না খুলেই প্যাভিলিয়নে ফিরে যান পৃথ্বী শ। তবে শিখর ধাওয়ান (৩০), শ্রেয়স আইয়ার (২৮), ঋষভ পন্থ (৩৯) এবং কলিন ইনগ্রামের (৩৮) দায়িত্বশীল ব্যাটিংয়ে জয়ের আশা দেখতে শুরু করেছিলেন দিল্লির সমর্থকরা। ৫ উইকেট হারিয়ে তখন দিল্লির স্কোর ১৩৭। এর পরে যেন তাদের ব্যাটিং লাইনে ধস নামে।

শেষ ওভারে ১৫ রান দরকার ছিল দিল্লির। হাতে ছিল দুই উইকেট। কিন্তু স্যাম কুরানই শেষ করে দিল্লির স্বপ্ন।প্রথম দুই বলে ফেরালেন রাবাডা ও লামিচানেকে। তার আগের ওভারের শেষ বলে তিনি আউট করেছিলেন হর্ষল প্যাটেলকে। যার ফলে হ্যাটট্রিক করেই দলকে জয় এনে দিলেন কুরান। 

এদিন দিল্লির মোট পাঁচ জন শূন্য রান করে প্যাভিলিয়নে ফেরেন৷ স্যাম কুরান ২.২ ওভারে ১১ রান দিয়ে ৪ উইকেট নিয়ে ম্যাচ সেরা হয় তিনি। 

Bootstrap Image Preview