Bootstrap Image Preview
ঢাকা, ২৯ সোমবার, এপ্রিল ২০২৪ | ১৬ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

যে কারণে বিশ্বকাপের আগে চার দিনের ছুটি চান মাশরাফিরা 

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০১ এপ্রিল ২০১৯, ১০:২২ PM আপডেট: ০১ এপ্রিল ২০১৯, ১০:২২ PM

bdmorning Image Preview


আসন্ন ইংল্যান্ড বিশ্বকাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলতে  আয়ারল্যান্ড সফরে যাবে টাইগাররা। ১৩ দিনের এই সফর শেষে সেখান থেকে  ইংল্যান্ড উড়াল দিবে বিশ্বকাপ খেলার জন্য। কিন্তু বিশ্বকাপ খেলতে যাওয়ার আগে চার দিনের ছুটি চান মাশরাফি ও তামিমরা।

বিশ্বকাপ ও আয়ারল্যান্ড সফর মিলিয়ে মাশরাফিদের বিদেশ সফর হচ্ছে প্রায় ৭০ দিনের মত। এই দীর্ঘ সময় যাতে অবসাদ যেন ভর না করে সেই কারণে চার দিনের ছুটির আবেদন।

জানা গিয়েছে বিসিবির কাছে অফিসিয়ালি ছুটি চাইবে ক্রিকেটাররা। আয়ারল্যান্ড সফর শেষ করে ইংল্যান্ড না গিয়ে দেশে ফিরে পরিবারের যাথে এই চার দিন কাটাতে চান খেলোয়াড়রা।

ক্রিকেটারদের ছুটির প্রসঙ্গে বিসিবি ক্রিকেট পরিচালনা কমিটি চেয়ারম্যান আকরাম খান বলেন, ‘আমি শুনেছি ক্রিকেটাররা নিজেদের মধ্যে এটা নিয়ে কথা বলছে। কিন্তু আমার কাছে অফিসিয়ালি এমন কোনো আবেদন আসেনি। আমরাও জানি আয়ারল্যান্ড সফর ও বিশ্বকাপের সফর বেশ লম্বা। তারা মাঝের সময়ে চারদিনের ছুটি চাইছে। পরিবারের সঙ্গে সময় কাটানো ভালো। তাদেরও একই ইচ্ছা। বিসিবি তাদের চাওয়াকে অবশ্যই গুরুত্ব দেবে। অফিসিয়ালি তাদের আবেদন আসলে আমরা ভেবে দেখব অবশ্যই।

Bootstrap Image Preview