Bootstrap Image Preview
ঢাকা, ২৯ সোমবার, এপ্রিল ২০২৪ | ১৬ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

নিউজিল্যান্ডের পর বাংলাদেশ সফর বাতিল করলো ওয়েস্ট ইন্ডিজ !

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০১ এপ্রিল ২০১৯, ০৬:৩৩ PM আপডেট: ০১ এপ্রিল ২০১৯, ০৬:৩৬ PM

bdmorning Image Preview


গত মাসে  সন্ত্রাসী হামলার রেশ এখনো কাটিয়ে উঠতে পারেনি নিউজিল্যান্ড। তাই  দেশের বাইরে খেলতে যাওয়ার সাহস করছে না কিউই যুবারা। সেই জন্য চলতি মাসে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে বাংলাদেশে আসার কথা ছিলো নিউজিল্যান্ড অনুর্ধ্ব-১৯ দলের।কিন্তু সেই সফর তাঁরা বাতিল ঘোষণা করেছে।এবার জানা গেল, আগামী মাসে ওয়েস্ট ইন্ডিজ 'এ' দলের বাংলাদেশ সফরটাও অনিশ্চিত!

কিন্তু কেন? এই প্রসঙ্গে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান নির্বাহী কর্মকর্তা নিজামউদ্দীন চৌধুরী জানিয়েছেন, 'আভ্যন্তরীণ' কারণেই বাংলাদেশ সফর বাতিল করতে চায় ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড। সেই 'আভ্যন্তরীণ' কারণটা অবশ্য সবাই জেনে গেছে। আর্থিক সমস্যায় জর্জরিত হওয়ায় ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ এই সফর বাতিলের কথা ভাবছে।'

নিজামউদ্দীন চৌধুরীর আরো বলেন, 'ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ডের কিছু সীমাবদ্ধতা আছে। শুধু বাংলাদেশ না, বেশ কয়েকটি সফর নিয়েই তারা আলোচনা করছে। চূড়ান্ত হয়নি কোনোটি। '

পরপর দুটি সফর বাতিল হওয়ায় যুবাদের খেলার উপর কোন প্রভাব পড়বে কি না সেটাও জানিলে দিলেন প্রধান নির্বাহী সাহেব, 'নিউজিল্যান্ড আসছে না। তবে আমাদের লম্বা সূচি আছে। এটা অতটা প্রভাব ফেলবে না। ইংল্যান্ডে সিরিজ আছে। এরপর নিউজিল্যান্ডে আমাদের যাওয়ার কথা আছে। আমাদের যুব বিশ্বকাপ খেলতে হবে দক্ষিণ আফ্রিকায়। হোম সিরিজের চেয়ে আমাদের কাছে বিদেশে সিরিজ বেশি গুরুত্বপূর্ণ। সমস্যা হবে না আশা করি।'

Bootstrap Image Preview