Bootstrap Image Preview
ঢাকা, ২৯ সোমবার, এপ্রিল ২০২৪ | ১৬ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

বাংলাদেশ সফর বাতিল করলো নিউজিল্যান্ড

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০১ এপ্রিল ২০১৯, ০৫:১১ PM আপডেট: ০১ এপ্রিল ২০১৯, ০৫:১১ PM

bdmorning Image Preview


চলতি মাসেই পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে বাংলাদেশে আসার কথা ছিলো নিউজিল্যান্ড অনুর্ধ্ব-১৯ দলের।কিন্তু গত মাসে হওয়া সন্ত্রাসী হামলার রেশ এখনো কাটিয়ে উঠতে না পারায় দেশের বাইরে খেলতে যাওয়ার সাহস করেনি কিউই যুবারা। তাই এই সফর তাঁরা বাতিলের ঘোষণা দিয়েছে। এমনটাই জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সুজন।

নিউজিল্যান্ড অনুর্ধ্ব-১৯ দলের না আসার প্রসঙ্গে সুজন বলেন, তবে এখন না এলেও, পরে কখনো বা কবে নিউজিল্যান্ডের যুবারা বাংলাদেশে আসবে- সে ব্যাপারে কিছু জানাননি বিসিবি প্রধান নির্বাহী।

তিনি বলেন, ‘নিউজিল্যান্ড অনূর্ধ্ব-১৯ দলের সঙ্গে বাংলাদেশ যুব দলের হোম সিরিজ বাতিল করা হয়েছে। কারণ তারা সূচি অনুযায়ী এখনই আসতে পারছে না। নিউজিল্যান্ড বোর্ডের তথ্য মোতাবেক সন্ত্রাসী হামলার আতঙ্ক এখনো কাটিয়ে উঠতে পারেনি যুব দলের খেলোয়াড়রা। এছাড়া যেহেতু যুবদলে খেলে অল্প বয়সীরা, সেক্ষেত্রে তাদের অভিভাবকদের কাছ থেকেও একধরণের আপত্তি এসেছে।’ 

Bootstrap Image Preview