Bootstrap Image Preview
ঢাকা, ২৯ সোমবার, এপ্রিল ২০২৪ | ১৬ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

টেস্ট ক্রিকেটে চার ও ছক্কার বদলে আট-বারো, খেলোয়াড়রা শর্টস পরে  খেলতে পারবেন

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০১ এপ্রিল ২০১৯, ০৪:৪৮ PM আপডেট: ০১ এপ্রিল ২০১৯, ০৪:৪৮ PM

bdmorning Image Preview


টেস্ট ক্রিকেটকে আরও আকর্ষণীয় করে তুলতে আটটি বৈপ্লবিক নতুন উদ্যোগ নেওয়ার কথা টুইটের মাধ্যমে জানাল আইসিসি৷

তাহলে চলুন দেখে আসি কি পরিবর্তন আসছে টেস্ট খেলায়?

১) টেস্টে এবার জার্সি নম্বর- জুন-জুলাইয়ে ইংল্যান্ডের মাটিতে বিশ্বকাপ, পঞ্চাশ ওভারের বিশ্বকাপ শেষ হলেই চলতি বছরেই হবে টেস্ট চ্যাম্পিয়নশিপের মেগা আসর৷ সেই আসর থেকে টেস্ট ক্রিকেটকে নতুনভাবে তুলে ধরার ভাবনা আইসিসি’র৷ পাঁচ দিনের ক্রিকেটকে আকর্ষণীয় করে তুলতে তাই এবার টেস্ট ম্যাচে ক্রিকেটারদের জার্সিতে নম্বর রাখতে চলেছে আইসিসি৷

২) পাল্টে যাচ্ছে টস স্টিটেম- টেস্ট ক্রিকেটের সঙ্গে তরুণ প্রজন্মকে জুড়তে আরও বড় উদ্যোগ নিতে চলেছে আইসিসি৷ টুইটারে আইসিসি জানিয়েছে টেস্ট চ্যাম্পিয়নশিপের আসর থেকে টেস্টের টস সিস্টেমও পাল্টে যেতে চলেছে৷ এবার টুইটারে ভোটের মাধ্যমে কোন দল প্রথমে ব্যাটিং করবে বা কোন দল প্রথমে বোলিং করবে, দর্শকরাই তা বেছে নেবেন৷ ম্যাচের আগে নির্দিষ্ট কয়েক ঘন্টা টুইটার পোল খোলা রাখা হবে৷ তার মাধ্যমে ফ্যানরোই টস নিয়ে সিদ্ধান্ত নেবেন৷


৩) শর্টস পরে টেস্ট ক্রিকেট– আবহাওয়ার কথা মাথায় রেখে এবার শর্ট পরে টেস্ট ক্রিকেট খেলতে পারবেন ক্রিকেটাররা৷ আইসিসি’র টুইটারে লেখা হয়েছে তাপমাত্রা ৩৫ ডিগ্রিতে পৌঁছে গেলে গরমের কারণে ক্রিকেটাররা শর্টস পরে খলতে পারবেন৷

৪) ব্রডকাস্টিংয়ে বৈপ্লবিক পরিবর্তন- টেস্ট ক্রিকেটের টিভি ভিউয়ারশিপ বাড়াতে এবার প্রযুক্তির সাহায্যে খেলা চলাকালীনই স্লিপের পিছনে ভার্চুয়ালি পৌঁছে যাবেন কমেন্টেটররা৷

৫) এক বলে পাওয়া যাবে দুটি উইকেট– ক্যাচ ধরার পর চাইলে ফিল্ডার উইকেটের অন্য দিকে ব্যাটসম্যানকে রান আউট করতে পারে৷ সেক্ষেত্রে এক বলে দুটি উইকেট পেতে পারে ফিল্ডিং টিম৷

৬) প্লাটে যাচ্ছে নো বলের নাম– এবার থেকে টেস্ট ক্রিকেটে নো বলের নতুন নাম হবে ‘Faults’ আর বল ডট হলে সেটিকে ডাকা হবে ‘Aces’ বলে৷

৭) চার ছয়ের বদলে এবার রান হবে আট-বারো- হ্যাঁ, ঠিকই পড়েছেন৷ দিন রাতে টেস্ট ম্যাচে, রাতের সেশন চার রান হলে সেটি আট রান হিসেবে ধরা হবে, ঠিক তেমনি ছয় রান হলে সেটিকে ১২ রান হিসেবে ধরা হবে৷

৮) টাই য়ের নিয়ম- টেস্ট চ্যাম্পিয়নশিপের আসরে দুই দলের মধ্যে টাই হলে, অ্যাওয়ে সিরিজের রানের ভিত্তিতে স্থান নির্ধারণ করা হবে৷

Bootstrap Image Preview