Bootstrap Image Preview
ঢাকা, ২৯ সোমবার, এপ্রিল ২০২৪ | ১৬ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

পাকিস্তানকে ৯ বছরের পুরনো লজ্জা মনে করালো অস্ট্রেলিয়া

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০১ এপ্রিল ২০১৯, ০২:১৬ PM আপডেট: ০১ এপ্রিল ২০১৯, ০২:১৬ PM

bdmorning Image Preview


অস্ট্রেলিয়ার বিপক্ষে লজ্জা এড়াতে পারল না পাকিস্তান। রবিবার পাঁচ ম্যাচ সিরিজের শেষ ওয়ানডেতে অস্ট্রেলিয়ার বিপক্ষে ২০ রানে হেরেছে পাকিস্তান। এতে ৫-০ তে সিরিজ হেরে হেয়ােইটওয়াশ হওয়ার লজ্জায় পড়ল তারা। এতে পাকিস্তানকে ৯ বছর আগের লজ্জা ফিরিয়ে দিল অস্ট্রেলিয়া। ২০১০ সালেও আবুধাবিতে ওয়ানডে সিরিজে ৫-০ তে  হোয়াইটওয়াশ করেছিল অস্ট্রেলিয়া।

দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে টসে হেরে প্রথমে ব্যাট করতে নেমে খোয়াজা ও অ্যারোন ফিঞ্চ উদ্বোধনী জুটিতে তুলেছেন ১৩৪ রান। অস্ট্রেলিয়ার টপ অর্ডারের চারজন ব্যাটসম্যানই এই ম্যাচে হাফ সেঞ্চুরি করেছেন। যদিও খোয়াজা মাত্র ২ রানের জন্য সেঞ্চুরি মিস করেছেন।

খাজা করেছেন ৯৮, অ্যারোন ফিঞ্চ করেছেন ৫৩, শন মার্শ করেছেন ৬১ এবং গ্লেন ম্যাক্সওয়েলের ব্যাট থেকে এসেছে ৭০ রান। যা তিনি মাত্র ৩৩ বল খেলে ১০ চার ও ৩ ছক্কায় করেছেন। স্ট্রাইক রেট ২১২.১২। এতে অস্ট্রেলিয়া নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেট হারিয়ে ৩২৭ রান তোলে৷

জবাবে ওপেনার আবিদ আলি শূন্য রানে আউট হলেও শান মাসুদ ৫৪ বলে ৫০ রান করেন৷ হ্যারিস সোহেল ১১টি চার ও ৩টি ছক্কার সাহায্যে ১২৯ বলে ১৩০ রান করে আউট হন৷ এছাড়া উমর আকমল ৪৩ ও ইমাদ ওয়াসিম ৩৪ বলে অপরাজিত ৫০ রানের যোগদান রাখেন৷  

তা সত্বেও ম্যাচ হারের যত্ননা নিয়েই মাঠ ছাড়তে হয় পাকিস্তানকে ৫০ ওভারে ৭ উইকেটে ৩০৭ রানে আটকে যায়৷ ব্যর্থ হয় হ্যারিস সোহেলের দল। এই ম্যাচে ৩টি উইকেট নেন বেহরেনডর্ফ৷ ম্যাচের সেরা হয়েছেন ম্যাক্সওয়েল৷ সিরিজ সেরা ফিঞ্চ৷

Bootstrap Image Preview