Bootstrap Image Preview
ঢাকা, ০২ বৃহস্পতিবার, মে ২০২৪ | ১৯ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

যুব দলের বাংলাদেশ সফর বাতিল করল নিউজিল্যান্ড

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০১ এপ্রিল ২০১৯, ১০:১৫ AM আপডেট: ০১ এপ্রিল ২০১৯, ১০:১৫ AM

bdmorning Image Preview


আগামী ১০ এপ্রিল বাংলাদেশ সফরে আসার কথা ছিল নিউজিল্যান্ড অনূর্ধ্ব-১৯ দলের। এই সফরে কিউই যুবাদের ৫ টি ওয়ান ডে ম্যাচ খেলার কথা ছিল। কিন্তু হঠাৎই বাংলাদেশ সফর বাতিল করার নোটিশ দিয়েছে নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড।

রবিবার নিউজিল্যান্ডের যুব দলের বাংলাদেশ সফরটি বাতিলের খবরটি নিশ্চিত করেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের(বিসিবি) প্রধান নির্বাহী কর্মকর্তা নিজামউদ্দিন চৌধুরী সুজন।

সফর বাতিল সম্পর্কে বিসিবি প্রধান নির্বাহী বলেন, নিউজিল্যান্ড অনূর্ধ্ব-১৯ দলের বিরুদ্ধে সিরিজটি বাতিল করেছে দেশটির ক্রিকেট বোর্ড। তারা আমাদের জানিয়েছে আপাতত স্থগিত করা হয়েছে। স্থগিত করার কারণ হিসেবে ক্রাইস্টচার্চের সন্ত্রাসী হামলার প্রভাব উল্লেখ করেছে তারা। সন্ত্রাসী হামলার মানসিক ধকল এখনো কাটিয়ে উঠতে পারেনি দেশটি। তাই খেলোয়াড়দের পরিবার থেকে এ সিরিজ খেলা নিয়ে অনিচ্ছা প্রকাশ করেছেন।

প্রসঙ্গত, গত ১৫ মার্চ নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চের মসজিদে সন্ত্রাসী হামলায় অর্ধশত মুসল্লি নিহত হন। সেই মসজিদেই জুমার নামাজ আদায় করতে যাচ্ছিলেন বাংলাদেশ দলের ক্রিকেটাররা। কিন্তু অল্পের জন্য সন্ত্রাসী হামলা থেকে প্রাণে বেঁচে যান টাইগাররা।

Bootstrap Image Preview