Bootstrap Image Preview
ঢাকা, ০২ বৃহস্পতিবার, মে ২০২৪ | ১৯ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

শেষ ওভারের থ্রিলারে চেন্নাইয়ের হ্যাটট্রিক জয়

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০১ এপ্রিল ২০১৯, ০৯:২০ AM আপডেট: ০১ এপ্রিল ২০১৯, ০৯:২০ AM

bdmorning Image Preview


৪৬ বলে ৭৫ রানের ঝোড়ো ইনিংস, সঙ্গে ঠান্ডা মাথায় বোলিং আর ফিল্ডিংয়ে পরিবর্তন ঘটিয়ে ফের বাজিমাৎ করলেন ক্যাপ্টেন কুল। রাজস্থানকে ৮ রানে হারিয়ে আইপিএল লিগ টেবিলের শীর্ষে ধোনির চেন্নাই। রাজস্থানের বিপক্ষে রাতের এই খেলায় ম্যাচ সেরা হয়েছেন ৩৭ বছর বয়সী ক্রিকেটার মহেন্দ্র সিং ধোনি।

প্রথমে ব্যাট করতে নেমে আম্বাতি রায়ুডু ও শেন ওয়াটসনের উইকেট দ্রুত হারিয়ে চাপে পড়ে যায় চেন্নাই। পঞ্চম ওভারে কেদার যাদব বিদায় নিলে স্কোরবোর্ডে দলের পক্ষে ওঠে ২৭/৩। ঠিক এই অবস্থায় এদিন মাঠে নেমে অসম্ভবকে সম্ভব করলেন মহেন্দ্র সিং ধোনি। সুরেশ রায়নার সঙ্গে জুটি বেঁধে ৬১ রান তুলে কুড়ি ওভারের শেষে লড়বার মতো ১৭৫/৫ গড়লেন অধিনায়ক। শেষ ওভারে জয়দেব উনাদকাটকে তিনটি বিশাল ছক্কা হাঁকালেন মাহি

পালটা ব্যাট করতে নেমে রাজস্থানও মাত্র ১৪ রানের মধ্যে রাহানে (০), বাটলার (৬) ও সঞ্জু স্যামসনের (৮) উইকেট হারিয়ে বসে৷ রাহানে ও স্যামসনকে আউট করেন চাহার৷ বাটলারকে সাজঘরে ফেরান শার্দুল৷ মিডল অর্ডারে রাহুল ত্রিপাঠী (৩৯), স্টিভ স্মিথ (২৮) ও বেন স্টোকস (৪৬) রাজস্থান ইনিংসের হাল ধরেন৷

শেষ ওভারের রাজস্থানের লক্ষ্য ছিল ১২ রান। কিন্তু ডিজে ব্রাভো রান দিলেন মাত্র ২, আর উইকেট নিলেন ২টি।জোফ্রা আর্চার ২৪ রান করে জয়ের সম্ভাবনা তৈরি করলেও শেষরক্ষা করতে পারেননি৷

চেন্নাইয়ের হয়ে দু’টি করে উইকেট নেন শার্দুল, চাহার, তাহির ও ব্র্যাভো৷ ম্যাচের সেরা হন ধোনি৷ প্রথম তিন ম্যাচে জয়ের সুবাদে ৬ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের শীর্ষে উঠে আসে সিএসকে৷

Bootstrap Image Preview