Bootstrap Image Preview
ঢাকা, ০২ বৃহস্পতিবার, মে ২০২৪ | ১৯ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

ওয়ার্নার ও বেয়ারস্টোর সেঞ্চুরিতে হায়দ্রাবাদের রানের পাহাড়

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ৩১ মার্চ ২০১৯, ০৬:১৬ PM আপডেট: ৩১ মার্চ ২০১৯, ০৬:১৬ PM

bdmorning Image Preview


চলতি আইপিএলে নিজেদের তৃতীয় ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরের মুখোমুখি হয়েছে সানরাইজার্স হায়দ্রাবাদ।

প্রথমে টসে হেরে আগে ব্যাটিং করতে নেমে ডেভিড ওয়ার্নার, জনি বেয়ারস্টোর সেঞ্চুরিতে রানের পাহাড় গড়ে তুলেছে হায়দ্রাবাদ। নির্ধারিত ২০ ওভারে ২ উইকেট হারিয়ে ২৩১ রান করেছে হায়দ্রাবাদ।জয়ের জন্য বিরাটদের ২৩২ রান দরকার।

এই দিন ব্যাট হাতে বেয়ারস্টো ৫৬ বলে ৭টি ছক্কা ও ১২ টি চার হাঁকান। অন্যদিকে ৫৫ বলে ৫ টি ছক্কা ও ৫টি চার হাঁকান ওয়ার্নার। সেঞ্চুরি করার পর অপরাজিত ছিলেন ওয়ার্নার। 

সানরাইজার্স হায়দ্রাবাদ সম্ভাব্য একাদশঃ ডেভিড ওয়ার্নার, জনি বেয়ারস্টো, মোহাম্মাদ নবি, বিজয় শংকর, দীপক হুডা, ইউসুফ পাঠান, রশিদ খান, শাহবাজ নাদিম, ভুবনেশ্বর কুমার (অধিনায়ক), সিদ্ধার্থ কউল, সন্দীপ শর্মা।

রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু সম্ভাব্য একাদশঃ পার্থিব প্যাটেল (উইকেটরক্ষক), মঈন আলী, ভরাট কোহলি, এবি ডি ভিলিয়ার্স, শিমরন হেটমায়ার, শিবাম দুবে, কলিন ডি গ্র্যান্ডহোম, উমেশ যাদব, যুবেন্দ্র চহল, নভদীপ সাইনি, মোহাম্মদ সিরাজ।  
 

Bootstrap Image Preview