Bootstrap Image Preview
ঢাকা, ২৯ সোমবার, এপ্রিল ২০২৪ | ১৫ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

আইপিএলে সাত বলে ওভার !

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ৩০ মার্চ ২০১৯, ০৬:২৯ PM আপডেট: ৩০ মার্চ ২০১৯, ০৬:২৯ PM

bdmorning Image Preview


বৃহস্পতিবার রাতে  মুম্বই বনাম ব্যাঙ্গালুরুর থ্রিলার ম্যাচের ভাগ্য গড়ায় শেষ বল পর্যন্ত৷ ১৮৮ রান তাড়া করতে নেমে শেষ ওভারে ব্যাঙ্গালোরের দরকার ছিল ১৭ রান৷ ক্রিজে তখন ধ্বংসাত্মক এ’বি ডিভিলিয়ার্স ও সিভম দুবে৷ 

মালিঙ্গার শেষ ওভারের প্রথম বলেই ছয় হাঁকিয়ে লড়াই জমিয়ে দেন দুবে৷ শেষ পাঁচ বলে দরকার তখন ১১ রান৷ এরপর টানা চার বলে চারটি সিঙ্গল খরচ করেন মালিঙ্গা৷ ম্যাচ জিততে হলে মালিঙ্গার শেষ বলে আরসিবি’র দরকার ছিল ৭ রান৷ শেষ বলে ক্রিজে তখন তরুণ শিবম দুবে৷ 

আশ্চর্যজনকভাবে ম্যাচের শেষ বল করার সময় ওভারস্টেপ করেন মালিঙ্গা৷ উত্তেজক ম্যাচের সেই মুহূর্তটি মিস করেন অন-ফিল্ড আম্পায়ার৷ ভুল বুঝে ওঠার আগে অবশ্য মুম্বই দল সেলিব্রেশন করতে করতে মাঠ ছেড়ে ফেলেছে৷ পুরো ঘটনা জানতে পেরে মাঠেই মেজাজ হারিয়ে মাথা নাড়তে নাড়তে ক্ষোভ উগরে দেন বিপক্ষ আরসিবি অধিনায়ক বিরাট কোহলি৷

এই বিতর্ক শেষ না হতেই,  এবার আরেকটি বিতর্কিত ঘটনা ঘটেছে শনিবার মুম্বাই ইন্ডিয়ান্স ও কিংস ইলেভেন পাঞ্জাবের ম্যাচে। ম্যাচটিতে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় কিংস ইলেভেন পাঞ্জাব। আমন্ত্রণে খেলতে নেমে প্রথম ওভারেই সাতটি বল মোকাবেলা করতে হয় মুম্বাইকে।

ম্যাচে টস হেরে নতুন বল বোলিং করতে গিয়ে সাতটি বৈধ ডেলিভারি করতে হয় ক্যাপ্টেন অশ্বিন। দুঃখজনক ব্যাপার হলো, অশ্বিন তার ওভারের ৬টি ডেলিভারিতে খরচ করেন মাত্র তিন রান। আর সপ্তম বলে ৪ রান।

Bootstrap Image Preview