Bootstrap Image Preview
ঢাকা, ২৯ সোমবার, এপ্রিল ২০২৪ | ১৬ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

সাকিববিহীন ম্যাচে হায়দ্রাবাদের বিরাট জয়

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ৩০ মার্চ ২০১৯, ১২:২৬ AM আপডেট: ৩০ মার্চ ২০১৯, ১২:২৯ AM

bdmorning Image Preview


আইপিএলে নিজেদের দ্বিতীয় ম্যাচে রাজস্থান রয়্যালসের বিপক্ষে পাঁচ উইকেটের বিরাট জয় পেল সানরাইজার্স হায়দ্রাবাদ।

প্রথমে টসে জিতে আগে ব্যাটিং করে সানজু স্যামসনের সেঞ্চুরিতে মাত্র দুই উইকেট হারিয়ে ১৯৮ রান করে রাজস্থান। স্যামসন ছাড়াও দলের দ্বিতীয় বড় সংগ্রহ করেন রাহানে । তাঁর ব্যাট থেকে আসে ৭০ রান।

রাজস্থানের দেওয়া এই বিশাল রানের লক্ষে ব্যাটিং করতে নেমে সানরাইজার্সের ওপেনার ওয়ার্নার যেন জ্বলে উঠলেন। মাত্র ৩৭ বলে খেলে ৬৯ রানের বিরাট এক ইনিংস খেলেন। ওয়ার্নারের এই ঝড়ো ব্যাটিং জয়ের পথে এগিয়ে যায় সাইরাইজার্স।

এরপর বেয়ারস্টো ৪৫  ও শংকরের ৩৫ রানে জয়ের দ্বার প্রান্তে পৌঁছিয়ে যায় হায়দ্রাবাদ। কিন্তু সাকিব বিহীন এই ম্যাচে জয়ের শেষ কাজটা করেন রশীদ খান ও ইউসুফ পাঠান। খেলার শেষ মুহুর্তে এই দুই ব্যাটসম্যানের ব্যাটিং নৈপুণ্যে পাঁচ উইকেটের জয় তুলে নেয় সানরাইজার্স হায়দ্রাবাদ। 

সানরাইজার্স হায়দ্রাবাদ (একাদশ): ডেভিড ওয়ার্নার, জনি বেয়ারস্টো (উইকেটরক্ষক), কেন উইলিয়ামসন (অধিনায়ক), বিজয় শঙ্কর, ইউসুফ পাঠান, মনিষ পাণ্ডে, রশিদ খান, ভুবনেশ্বর কুমার, শাহবাজ নাদিম, সন্দীপ শর্মা, সিদ্ধার্থ কৌল।

রাজস্থান রয়্যালস (একাদশ): অজিঙ্কা রাহানে (অধিনায়ক), জস বাটলার (উইকেটরক্ষক), সঞ্জু স্যামসন, স্টিভেন স্মিথ, বেন স্টোকস, রাহুল ত্রিপথী, কৃষ্ণাপ্পা গোতম, জফরা আর্চার, জয়দেব উনাদকাট, শ্রেয়াশ গোপাল, ধাওয়াল কুলকার্নি।
 

Bootstrap Image Preview