Bootstrap Image Preview
ঢাকা, ২৭ শনিবার, এপ্রিল ২০২৪ | ১৪ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

নিষেধাজ্ঞা কাটিয়ে আজ থেকে মুক্ত স্মিথ-ওয়ার্নার

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৯ মার্চ ২০১৯, ০১:২৭ PM আপডেট: ২৯ মার্চ ২০১৯, ০১:২৭ PM

bdmorning Image Preview


গেল বছরের মার্চে বল টেম্পারিং কেলেঙ্কারিতে জড়িয়ে সব ধরনের আন্তর্জাতিক ক্রিকেট থেকে ১২ মাসের জন্য নিষিদ্ধ হয়ে যান স্টিভেন স্মিথ ও ডেভিড ওয়ার্নার। গেল বৃহস্পতিবার সেই নিষেধাজ্ঞার শেষ দিন ছিল। আজ শুক্রবার নির্বাসন উঠল স্টিভ স্মিথ এবং ডেভিড ওয়ার্নারের। অথাৎ আন্তর্জাতিক ক্রিকেটে ফিরতে আর কোনো বাধা নেই এই দুই অসি ক্রিকেটারের সামনে।

তবে এখনই অস্ট্রেলিয়া দলের জার্সি গায়ে তোলার সুযোগ পাচ্ছেন না স্মিথ ও ওয়ার্নার। এই মুহূর্তে পাকিস্তানের বিরুদ্ধে দুবাইতে একদিনের সিরিজ খেলছে অস্ট্রেলিয়া। বাকি রয়েছে আর দুটি ম্যাচ। এই সিরিজে দুই ক্রিকেটার সুযোগ পাননি। তবে দলের সঙ্গে মানিয়ে নেওয়ার জন্য দুই ক্রিকেটারকেই দুবাই যেতে বলেছিল ক্রিকেট অস্ট্রেলিয়া। দুই ক্রিকেটার সেখানে গিয়ে সতীর্থদের সঙ্গে দেখা করেছেন। জাতীয় দলের পরিবেশের সঙ্গে মানিয়ে নেওয়ার চেষ্টা করেছেন। তারপর চলে এসেছেন ভারতে। এখন দুই তারকাই ব্যস্ত আইপিএলে।

ভারত সফরের পর অস্ট্রেলিয়া সিরিজেও ভালো ফর্মে রয়েছে অস্ট্রেলিয়া দল। পাঁচ ম্যাচের সিরিজ প্রথম তিনটি জিতে সিরিজ নিশ্চিত করেছে তারা। আজ সিরিজের চতুর্থ ওয়ানডেতে মাঠে নামবে তারা। অন্যদিকে আইপিএলই স্মিথ এবং ওয়ার্নারের কাছে প্রমাণের মঞ্চ। ভাল করতে পারলেই অস্ট্রেলিয়ার বিশ্বকাপ দলে সুযোগ মিলবে।

বিশ্বকাপ শুরু হবে ৩০ মে। দুবাইতে দুই ক্রিকেটারকে দেখে বর্তমান একদিনের অধিনায়ক অ্যারন ফিঞ্চ বলেছিলেন, ‘‌স্মিথ এবং ওয়ার্নারকে দেখে মনে হল দু’‌জনেই চাপে রয়েছে।’‌

গতবছর মার্চে কেপটাউনে বল বিকৃতি কাণ্ডে আন্তর্জাতিক ক্রিকেট থেকে একবছরের জন্য নির্বাসিত করা হয়েছিল স্মিথ এবং ওয়ার্নারকে। তাদের সঙ্গে এই কান্ডে আট মাসের জন্য নির্বাসিত হয়েছিলেন ক্যামেরন ব্যানক্রফটও। গেল মাসের ডিসেম্বরে সেই নিষেধাজ্ঞা কাটিয়ে বিগব্যাশ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেট মাঠে ফিরেছিলেন তিনি। 

Bootstrap Image Preview