Bootstrap Image Preview
ঢাকা, ০৩ শুক্রবার, মে ২০২৪ | ২০ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

বিশ্বকাপের আগে মেন্টাল প্রস্তুতির কথা জানালেন সৌম্য

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৮ মার্চ ২০১৯, ০৭:৫৯ PM আপডেট: ২৮ মার্চ ২০১৯, ০৭:৫৯ PM

bdmorning Image Preview


নিউজিল্যান্ড থেকে ফিরে ঘরোয়া লিগ ডিপিএল নিয়ে ব্যস্ত সৌম্য সরকার। এই লিগের মধ্যে দিয়ে ইংল্যান্ড বিশ্বকাপের পরিকল্পনা সাজিয়ে নিচ্ছেন তিনি। 

বৃহস্পতিবার মিরপুর একাডেমির মাঠে অনুশীলনের ফাঁকে বিশ্বকাপের পরিকল্পনা নিয়ে  সৌম্য সাংবাদিকদের সাথে আলাপ কালে বলেন, 'হ্যা অবশ্যই। সেটাই তো বললাম, যে খেলাগুলো চলছে আমি সেখানে প্ল্যান করছি যে খেলার যে পরিস্থিতি এবং গেম প্ল্যান সেগুলো নিয়ে বেশি কাজ করছি। এখানে তো খেলছি অবশ্যই, তবে তার মধ্যেও চিন্তা করছি যে এই পরিস্থিতিতে ওখানে খেললে কেমন হবে বা এখন আমি যদি আউট হয়ে যাই তাহলে দল কেমন চাপে পড়বে। সুতরাং এই চিন্তাগুলো করে আরকি সবকিছু মিলিয়ে খেলা।'

নিজের ব্যাটিংইয়ে কোন পরিবর্তন এনেছেন কি না জানতে চাওয়া হলে তিনি আরও বলেন, 'না কাজ করতে গেলে কিন্তু আসলে একটা কাজ একদিনে শেষ হয় না। একদিন হয়তো খুব সহজেই সাফল্য পাওয়া যায়, আরেকদিন দেখা যায় অনেক কষ্ট করে সফলতা পাওয়া যায়। এই প্র্যাকটিসগুলো করছি। আর যেসব প্র্যাকটিস করছি তাতে একটু সময় লাগছে। আর সময় নিয়ে করছি যেন শতভাগ না হলেও যেন ৯৯ ভাগ ভালো হয়। সেগুলো নিয়েই কাজ করছি। লম্বা সময় ব্যাটিং করছি।' 

কিভাবে মানসিক প্রস্তুতি নিচ্ছেন সেটাও জানিয়ে দিলেন, 'একেকজনের কাছে তো একেক রকম প্ল্যানিং। তো আমার কাছে মনে হয় যে আমরা যেমন ক্রিকেট খেলছি তার মধ্যে অনেক ল্যাকিংস থাকতে পারে অতিরিক্তভাবে। আমি মনে করি যে আমার জন্য ম্যাচের প্রস্তুতিটি অনেক বেশি গুরুত্বপূর্ণ। আর উইকেটের মধ্যে প্ল্যানিংটা অনেক বেশি থাকতে হবে। সাধারণত আমি যে এমন ৩০ বা ৪০ করার পর আউট হয়ে যাচ্ছি ঐ জায়গাটা থেকে কিভাবে বের হওয়া যায়, বাইরে থেকে চিন্তা না করে আমি যদি ঐ জায়গায় একটু অন্যরকমভাবে প্ল্যান করি যে না আউট হয়ে যাচ্ছি, প্রথম কয়েকটি ম্যাচে একই ভাবে খেলেছি এবং আউট হয়েছি। সুতরাং এই প্ল্যানটি চেঞ্জ করে সেখান থেকে সহজে কিভাবে বের হওয়া যায় তেমন প্ল্যানিং করছি। আর উইকেটের মধ্যে থেকে কতটা শিখতে পারছি সেটাও গুরুত্বপূর্ণ। হয়তো বা হচ্ছে না, তবে এর মধ্যেও অনেক কিছু শেখার ছিলো আমার। গত তিন ম্যাচেও আপনি দেখবেন যে আমি ৩৩, ৩৬, ৪৬ করে আউট হয়ে গিয়েছি। এর মধ্যে যে প্ল্যানগুলো ছিলো সেটি আমার জন্য ভালো এবং আমিও খুশি যে আমার ওয়েটা ঠিক ছিলো। তবে আমি আউট হয়েছি ভালো বোলগুলোতে। দিনটি আমার ছিলো না আসলে। আমার যে ওয়েটা ছিলো আমার কাছে মনে হয়েছে যে সেটি যদি ধরে রাখতে পারি তাহলে সেখান থেকে ব্যাক করা যাবে।'

Bootstrap Image Preview