Bootstrap Image Preview
ঢাকা, ০৪ শনিবার, মে ২০২৪ | ২১ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

সাব্বিরের প্রশ্ন: আবারো আগুন, এই দায়বদ্ধতা কার

বিডিমর্নিং : বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৮ মার্চ ২০১৯, ০৪:০৬ PM আপডেট: ২৮ মার্চ ২০১৯, ০৪:০৬ PM

bdmorning Image Preview
সংগৃহীত ছবি


রাজধানীর বনানীর ১৭ নম্বর রোডে এফআর টাওয়ারে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের অন্তত ২০টি ইউনিট। এতে এখন পর্যন্ত একজন নিহত হয়েছেন। অনেকে আহত হয়েছেন। নিহতের সংখ্যা বাড়তে পারে বলে আশংকা করা হচ্ছে।

বৃহস্পতিবার (২৮ মার্চ) দুপুর ১২টায় ৫০ মিনিটে এফআর টাওয়ারের ৯ তলা থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। পরে এর ব্যাপকতা বাড়ে এবং ১১ তলা পর্যন্ত বিস্তার লাভ করে। টাওয়ারের ভেতরে অসংখ্য লোকজন বন্দি আছেন। উদ্ধারে কাজ করছেন বিমান-নৌ বাহিনীর সদস্যরাও। ব্যবহৃত হচ্ছে হেলিকপ্টার।

বিষয়টি কানে পৌঁছেছে বাংলাদেশ ক্রিকেটারদের। আবারো আগুন নিয়ে প্রশ্ন ছুড়ে দিয়েছেন হার্ডহিটার সাব্বির রহমান। নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে তিনি লিখেছেন, আবারো আগুন, হাজার হাজার মানুষ আটকা পড়েছে। এই দায়বদ্ধতা কার? আল্লাহ সবাইকে হেফাজতে রাখুক।

এর আগে সবাইকে রক্ষার জন্য মহান আল্লাহর সহায়তা চেয়ে স্ট্যাটাস দেন তারকা পেসার রুবেল হোসেন। তিনি লেখেন, ঢাকা বনানীর এফআর টাওয়ারে ভয়াবহ অগ্নিকাণ্ড। আটকা পড়েছে অনেক মানুষ। হে মহান আল্লাহ তুমি সবাইকে রক্ষা করো। আমিন।

Bootstrap Image Preview