Bootstrap Image Preview
ঢাকা, ২৯ সোমবার, এপ্রিল ২০২৪ | ১৬ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

হলো না রুবলের আইপিএল যাত্রা

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৮ মার্চ ২০১৯, ০২:৪৭ PM আপডেট: ২৮ মার্চ ২০১৯, ০২:৪৭ PM

bdmorning Image Preview


আইপিএল দ্বাদশ আসরের শুরুতেই ইনজুরি সমস্যায় পেসার সংকটে পড়ে মুম্বাই ইন্ডিয়ান্স। সে সময় গুঞ্জ তৈরি হয়েছিল বাংলাদেশের পেসার রুবলে হোসেনকে দলে টানতে পারে তারা।তবে শেষ পর্যন্ত মুম্বাই শিবিরে যোগ দেওয়া হলো না রুবলের। 

আসর শুরুর আগেই চোটের কারণে ছিটকে গেছেন নিউজিল্যান্ডের পেসার অ্যাডাম মিলনেও। একই সময়ে মুম্বাইয়ের আরেক পেসার লাসিথ মালিঙ্গাও শ্রীলঙ্কা বোর্ডের চাপে আইপিএল খেলতে অস্বীকৃতি জানান।  স্বাভাবতই এ সময় পেসার সংকটে পড়ে মুম্বাই। 

এমন সময় ভারতের একটি জাতীয় দৈনিক জানিয়েছিল পেসার সংকট ক্যারিয়ারন পেসার আলজারি জোসেফ ও বাংলাদেশি পেসার রুবেল হোসেন পছন্দের তালিকায় রয়েছে। পত্রিকাটি আরো জানায় জোসেফের সাথে অর্থে বনিবনা না হলেই রুবেলের সাথে যোগাযোগ করবেন তারা। 

এদিকে আসনে নিজেদের প্রথম ম্যাচেই কাঁধের চোটে পড়েন মুম্বাই ইন্ডিয়ান্সের পেস আক্রমণের অন্যতম ভরসা জাসপ্রিত বুমরাহ। তাই অ্যাডাম মিলনের জায়গায় কে স্থলাভিষিক্ত হিসেবে তা নিয়ে শুরু হয় জল্পনা। অবশেষে মুম্বাইয়ের প্রথম পছন্দ আলজারি জোসেফ দলে ভিডিয়েছে তারা। তাই মুম্বাইয়ে দলে খেলা হলো না রুবেলের। 

এদিকে মুম্বাই শিবিরে যোগ দিতে যাচ্ছেন লাসিথ মালিঙ্গাও। ট্যুইটার এক পোস্টে তিনি বিষয়টি নিশ্চিত করেছেন। এছাড়া ইনজুরি থেকে সেরে উঠেছেন বুমরাও। আশা করা হচ্ছে তিনি বৃহস্পতিবার বেঙ্গালুরুর বিপক্ষে একাদশে থাকবেন।

Bootstrap Image Preview