Bootstrap Image Preview
ঢাকা, ২৯ সোমবার, এপ্রিল ২০২৪ | ১৬ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

এমন কান্ড আগেও ঘটিয়েছেন অশ্বিন

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৮ মার্চ ২০১৯, ১২:৪৩ PM আপডেট: ২৮ মার্চ ২০১৯, ১২:৪৩ PM

bdmorning Image Preview


রবিচন্দ্রন অশ্বিনের জস বাটলারকে মাঁকড়ীয় পদ্ধতিতে আউট করা নিয়ে ক্রিকেট দুনিয়ায় চর্চা অব্যাহত। এর মধ্যেই সামনে এসেছে পুরনো একটি তথ্য। এই রবিচন্দ্রর অশ্বিনই ২০১২ সালে আন্তর্জাতিক ক্রিকেটে এই মাসকাড়িংয়ের ঘটনা ঘটিয়েছিলেন।

সেবার অস্ট্রেলিয়ায় কমনওয়েলথ ব্যাঙ্ক সিরিজে শ্রীলঙ্কার বিরুদ্ধে একদিনের ম্যাচ চলছিল। বল করছিলেন অশ্বিন। নন-স্ট্রাইকার এন্ডে দাঁড়িয়েছিলেন শ্রীলঙ্কার লাহিরু থিরিমান্নে। ৪০ ওভার চলছি। আইপিএলের মতো তিনি এই একই ভাবে বল না করে নন-স্ট্রাইকার এন্ডের উইকেটে বল হাতে ভেঙে দেন।

এর পর কেউ কোনও আবেদন জানাননি। আম্পায়াররা ভারতের তরফে আবেদনের জন্য প্রস্তুত ছিলেন। তাঁরা অধিনায়ক বীরেন্দ্র শেওয়াগের কাছে জানতে চান ভারতীয় দল আউটের আবেদন জানাতে চায় কিনা।

ঘটনার পর আম্পায়ার আউটের বিষয়ে সেই ম্যাচে ভারত অধিনায়ক বীরেন্দ্রর শেওয়াগের মতমত জানতে চান। শেওয়াগ টেন্ডুলকারের সঙ্গে আলো করে আবেদন তুলে নেন। তাদের তাঁর মনে হয়েছিল এমন আউট নিয়ে বিতর্ক হবে। শুধু তাই নয়, এটা ক্রিকেটের স্পিরিটের বিরুদ্ধে বলে তিনি মনে করেছিলেন।

Bootstrap Image Preview