Bootstrap Image Preview
ঢাকা, ২৯ সোমবার, এপ্রিল ২০২৪ | ১৬ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

সিদ্ধান্ত বদলে আইপিএলে ফিরছেন মালিঙ্গা

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৮ মার্চ ২০১৯, ১০:৩০ AM আপডেট: ২৮ মার্চ ২০১৯, ১০:৩০ AM

bdmorning Image Preview


বৃহস্পতিবারই আইপিএল-এর রয়্যাল চ্যালেঞ্জার বেঙ্গালুরুর মুখোমুখি হচ্ছে মুম্বাই ইন্ডিয়ানস। তার আগেই মুম্বাই শিবিরে এল সুখবর। আইপিএল খেলতে আর বাধা রইল না মুম্বাই ইন্ডিয়ামন্সের শ্রীলঙ্কার পেসার লাসিথ মালিঙ্গার। বুধবার এক টুইটে শ্রীলঙ্কা ক্রিকেট জানিয়ে দিয়েছে ঘরোয়া ওয়ানডে প্রতিযোগিতা সুপার প্রভিন্সিয়াল কাপ খেলার বাধ্যবাধকতা থেকে মুক্তি দেওয়া হয়েছে মালিঙ্গা-কে। 

এর আগে শ্রীলঙ্কা ক্রিকেট জানিয়েছিল সুপার প্রভিন্সিয়াল কাপ না খেললে শ্রীলঙ্কার বিশ্বকাপের দলে সুযোগ পাবেন না মালিঙ্গা। ফলে বহু ম্যাচে একা হাতে মুম্বাই ইন্ডিয়ানস-কে ম্যাচ জেতানো মালিঙ্গার আর এইবার আইপিএল খেলা হবে না বলেই মনে করা হয়েছিল। গত বছর চোটের জন্য না খেলতে পারলেও আইপিএল-এ তিনি মুম্বই দলে বোলিং পরামর্শদাতার ভূমিকায় ছিলেন।

শ্রীলঙ্কা ক্রিকেটের দাবি, তাদের ঘরোয়া টুর্নামেন্টের তুলনায় আইপিএল-এ মালিঙ্গা আরও কড়া প্রতিন্দ্বিতার সম্মুখিন হবেন। তাতে তাঁর বিশ্বকাপের প্রস্তুতি আরও ভাল হবে বলে মনে করছে তারা। কিন্তু তাদের এই সিদ্ধান্ত বদলের পিছনে অন্য কারণ রয়েছে বলে জানা যাচ্ছে। শ্রীলঙ্কা দলের অধিনায়কত্বের দায়িত্ব নেওয়া মালিঙ্গা নিজেও এবার ঘরোয়া টুর্নামেন্ট খেলে কয়েকজন ক্রিকেটারকে কাছ থেকে দেখে নিতে চেয়েছিলেন বলে জানা গিয়েছে। 

কিন্তু এই বদলের পিছনে বিসিসিআই-এর বড় ভূমিকা আছে। আইপিএল-এর সময় যাতে সবচেয়ে বেশি মাত্রায় আন্তর্জাতিক তারকাদের হাজির করা যায় সেই বিষয়ে স্পন্সর ও ফ্র্যাঞ্চাইজিগুলির কাছে দায়বদ্ধ বোর্ড। শ্রীলঙ্কা ক্রিকেটকেরতীয় বোর্ডই মালিঙ্গাকে মুক্তি দেওয়ার জন্য চাপ দিয়েছে বলেই জানা যাচ্ছে। 

Bootstrap Image Preview