Bootstrap Image Preview
ঢাকা, ২৯ সোমবার, এপ্রিল ২০২৪ | ১৬ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

হায়দ্রাবাদের পর এবার পাঞ্জাবকে হারিয়ে শীর্ষে কলকাতা

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৮ মার্চ ২০১৯, ০৯:০৫ AM আপডেট: ২৮ মার্চ ২০১৯, ০৯:০৫ AM

bdmorning Image Preview


ব্যাট-টু-ব্যাক ইডেনে ম্যাচ জিতল কলকাতা নাইট রাইডার্স। প্রথম ম্যাচে সানরাইজার্স হায়দরাবাদকে হারিয়ে দ্বিতীয় ম্যাচে কিংস ইলেভেন পাঞ্জাবকেও হারিয়ে দিল শাহরুখ খানের টিম। বুধবার রাতে ঘরে মাঠ ইডেনে পাঞ্জাবকে ২৮ রানে হারিয়ে টেবিলের শীর্ষে পৌছে গেল তারা। 

ইডেনে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন কিংস একাদশ পাঞ্জাবের অধিনায়ক রবিচন্দ্রন অশ্বিন। কলকাতার হয়ে ওপেন করতে নামেন ক্রিস লিন ১০ ও সুনীল নারিন ৯ বলে ২৪ রানে করেন। দু'জনকে ফেরান শামি ও ভিলজোয়েন। পাঁচ ওভারের কেকেআর ৪৪-২ হয়ে যায়।

তৃতীয় উইকেটে দলের হাল ধরেন রবিন উথাপ্পা ও নীতিশ রানা। পাঁচ ওভারে ৪৪-২ থেকে কলকাতার রানকে উথাপ্পা ও নীতিশ নিয়ে যান ১৪ ওভারে ১৪৬-২-এ। ৩৪ বলে ৬৩ রান করে শেষ পর্যন্ত আউট হন নীতিশ রানা।

উথাপ্পা লড়াই চালিয়ে যান আন্দ্রে রাসেলকে নিয়ে। মাত্র ৩ রানে জীবনদান পাওয়া আন্দ্রে রাসেল ক্রিজে ঝড় তোলেন এরপর৷ শেষ পর্যন্ত ১৭ বলে ৪৮ রান করে ক্রিজ ছাড়েন তিনি৷ ইনিংসের শেষ ওভারে আউট হওয়ার আগে ৩টি চার ও ৫টি ছক্কা হাঁকান ক্যারিবিয়ান অলরাউন্ডার৷ ৫০ বলে ৬৭ রান করে অপরাজিত থাকেন রবিন উথাপ্পা।২০ ওভারে কলকাতা থামে ২১৮-৪-এ।

পাঞ্জাবের সামনে ২১৯ রানের রেকর্ড। জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই ফিরে যান পাঞ্জাবের লোকেশ রাহুল। পাঁচ বল থেকে করেন মাত্র এক রান। ১৩ বলে ২০ রান করে আউট হন ক্রিস গেল। ১৩ বলে ১৩ রান করে আউট হন সরফরাজ আহমেদ। বড় রানের লক্ষ্যে নেমে নয় ওভারের শেষে তিন উইকেট হারিয়ে ৭০ রান করেছে পাঞ্জাব। সেখান থেকেই খেলার হাল ধরেন মাযাঙ্ক আগরওয়াল ও ডেভিড মিলার।

৩৪ বলে ৫৮ রান করে আউট হন আউট হন মায়াঙ্ক। হাফ সেঞ্চুরি করেন ডেভিড মিলারও। ৫৯ রান করে ডেভিড মিলার ও ৩৩ রান করে মনদীপ সিং অপরাজিত থাকেন।  তবে তা দলকে জয়ের বন্দরে নিয়ে যাওয়ার জন্য যথেষ্ট ছিল না। ২০ ওভারে চার উইকেট হারিয়ে ১৯০ রানে শেষ হয় পাঞ্জাবের ইনিংস।

শুধু ব্যাট হাতে ৪৮ রান করার পর  বল হাতে ২১ রানে দুটো উইকেটও তুলে নেন রাসেল। গেইলের উইকেটও নেন তিনিই। ম্যাচ সেরা নির্বাচিত হন তিনি।

Bootstrap Image Preview