Bootstrap Image Preview
ঢাকা, ২৯ সোমবার, এপ্রিল ২০২৪ | ১৬ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

৮০ রানের বড় হারে সিরিজ হারল পাকিস্তান

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৮ মার্চ ২০১৯, ০৮:৩২ AM আপডেট: ২৮ মার্চ ২০১৯, ০৮:৩২ AM

bdmorning Image Preview


পাঁচ ম্যাচ সিরিজের তৃতীয়টিতে  ৮০ রানের বড় ব্যবধানে হারল পাকিস্তান। বুধবার রাতে প্রথম ব্যাট করে অস্ট্রেলিয়ার দেওয়া ২৬৭ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ১৮৬ রানে অলআউট হয় পাকিস্তান। ফলে তিন ম্যাচের সিরিজে ৩-০ তে সিরিজ নিশ্চিত করল অস্ট্রেলিয়ার।

এদিন আরর আমিরাকে  টসে জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় অস্ট্রেলিয়া। এদিন দলের হয়ে সর্বোচ্চ রানের ইনিংস আছে অধিনায়ক ফিঞ্চের ব্যাট থেকে। প্রথম দুই ওয়ানডেতে ১১৬ ও ১৫৩ রান করার পর তৃতীয় ওয়াডেতে অল্পের জন্য সেঞ্চুরি মিস করেছেন। ১৩৬ বল থেকে খেলেন ৯০ রানের ইনিংস।   

ফিঞ্চকে যোগ্য সমর্থন দেন পিটারহ্যান্ডকম্ব। তিনি  ৪৩ বলে থেকে ৪৭ রান করেন। তবে শেষ দিকে আসল কাজটা করেন ম্যাক্সওয়েল। অস্ট্রিলিয়াকে চ্যালেঞ্জিং স্কোর পাইয়ে দিয়ে এদির গুরুত্বপূর্ণ অবদান রাখেন ম্যাক্সওয়েল। ৫৫ বলে তিনি ৭১ রানের ইনিংস খেলে রান আউট হন। তার ইনিংসটি ৮টি চার ও ১ ছক্কায় সাজানো ছিল। এতে নির্ধারিত ৫০ ওভারে ৬ উইকেট হারিয়ে তারা ২৬৬ রান তোলে।

পাকিস্তানি বোলারদের মধ্যে জুনায়েদ খান, ইয়াসির শাহ, ইমাদ ওয়াসিম, হারিস সোহেল ও উসমাস শেনওয়ানি প্রত্যেকে ১টি করে উইকেট নেন।

অস্ট্রেলিয়ার দেওয়া রান তাড়া করতে নেমে ৪৪.৪ ওভারে ১৮৬ রানে অলআউট হন পাকিস্তান। দলের হয়ে সর্বোচ্চ ৪৬ রানের ইনিংস খেলেন ইমাম উল হক। বাকিদের মধ্যে অধিনায়ক শোয়েব মালিক ৩২, উমার আকমল ৩৬ এবং ইমাদ ওয়াসিম ৪৩ রান করে। যা জয়ের জন্য যতেষ্ঠ ছিল না।

অসিদের হয়ে ৯.৪ ওভারে ৪৩ রান দিয়ে ৪ উইকেট নেন জাম্ফা। এছাড়া কামিন্স ৮ ওভঅরে ২৪ রান দিয়ে ৩টি ও সমান ওভারে ২৯ রান দিয়ে ব্রেরেনড্রোফ নেন ১টি উইকেট।

Bootstrap Image Preview