Bootstrap Image Preview
ঢাকা, ০৪ শনিবার, মে ২০২৪ | ২১ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

বিশ্বকাপের দলে কারা থাকবেন জানালেন পাপন

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৬ মার্চ ২০১৯, ০৬:৫৪ PM আপডেট: ২৬ মার্চ ২০১৯, ০৬:৫৫ PM

bdmorning Image Preview



 

আসন্ন ইংল্যান্ড বিশ্বকাপে নতুন কোন চমক না থাকার ইঙ্গিত আগেই দিয়েছিলেন বিসিবির সভাপতি নাজমুল হাসান পাপন। 
আর সেই কারণে নতুন কাউকে নিয়ে পরীক্ষা নিরীক্ষা করতে চাইছেন না পাপন।

মিরপুরে মঙ্গলবার সাংবাদিকদের বলেন,'চমকের বিষয় এখানে না। আমরা ১৫ জনের একটা দল বানাব। আপনি যদি নামগুলো দেখেন তাইলেই তো বুঝবেন। তামিম আর দুই ওপেনার। আমি ধরে নিচ্ছি সৌম্য, লিটন খেলে তাহলে তো শেষ। সাকিব, মুশফিক, রিয়াদকে তো আপনি বাদ দিতে পারে না। তাহলে ছয়জন শেষ। এরপরে আসেন তিনজন পেসার তাহলে মুস্তাফিজ, মাশরাফি, রুবেল আছেই। এরপর অন্তত একজন বেশি তো নিতেই হবে। কারণ পেসাররা চোটে পড়ে। তাহলে তাসকিন আর সাইফুদ্দিন চলেই এল। তাহলে এগারো হয়ে গেল।'

তবে পেসারদের পাশাপাশি স্পিনারদের দিকেও বেশ নজর আছে  সভাপতির সেটাও জানিয়ে দিলেন, 'স্পিনার হিসেবে মিরাজকে তো নিতেই হবে। সুতরাং বারোজন হলো। মিডল অর্ডারে ব্যাকআপ নিতে হবে, সেখানে মিঠুনের নাম আছে, সাব্বির আছে। এভাবে দেখতে পারেন আর তো সুযোগ নেই।'

আগে থেকেই শুনা যাচ্ছিলো ডিপিএলে যারা ভালো পারফম্যান্স করবে তাদের মধ্যে থেকে দুই এক জন বিশ্বকাপের স্কোয়াডে থাকতে পারেন। তবে সেই কথা উড়িয়ে দিয়ে বিসিবির বস আরো জানিয়ে দিলেন,  ঘরোয়া ক্রিকেটে ভালো পারফর্ম করলেই জাতীয় দলের দুয়ার খুলে যাবে না।'নতুন কারো সম্ভাবনা খুবই কম। আমি বলছি না যে হবে না। কারণ আমরা কথা বলছিলাম যে কিছু করা যায় কিনা, কিছু করা যায় কিনা। ঘরোয়া ক্রিকেটে যতই ভাল করুক না কেন একটা নতুন ছেলে আন্তর্জাতিক ক্রিকেটে বিরাট পার্থক্য। উপমহাদেশে যদি হতো তাও এক কথা। কাজেই যে যতই ভাল করুক হুট করে এসে একদম বিশ্বকাপ খেলে ফেলবে এই সম্ভাবনা খুবই কম।'

Bootstrap Image Preview