Bootstrap Image Preview
ঢাকা, ০১ বুধবার, মে ২০২৪ | ১৮ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

আইপিএলে মুসলিম ক্রিকেটারের জন্য বিশেষ সুবিধা

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৬ মার্চ ২০১৯, ১০:১৪ AM আপডেট: ২৬ মার্চ ২০১৯, ১০:১৪ AM

bdmorning Image Preview


আইপিএলের এবারের আসরে মুসলিম ক্রিকেটাররা পাচ্ছেন বিশেষ সুবিধা। এই আসরে বেশ কয়েকটি ফ্র্যাঞ্চাইজির স্পন্সর হয়েছে বিভিন্ন মদের কোম্পানি। তবে মুসলিম খেলোয়াড়রা চাইলে মদের ব্র্যান্ডের লোগো সম্বলিত জার্সি না পরে খেলতে পারবেন।

ইসলামে মাদক দ্রব্য হারাম এবং এর প্রচার করাও হারাম। ফলে অনেক ক্রিকেটারই আন্তর্জাতিক ক্রিকেটে এসবের লগো সম্বলিত জার্সি পড়া থেকে বিরত থাকেন। মূলত তাদের কথা ভেবেই এই সুবিধা দিচ্ছে আইপিএল।

চলতি আইপিএলের দুই দল সানরাইজার্স হায়দরাবাদ এবং কিংস ইলেভেন পাঞ্জাবে উল্লেখযোগ্য সংখ্যক মুসলিম ক্রিকেটার রয়েছেন। রশিদ খান, মোহাম্মদ নবী (আফগানিস্তান), সাকিব আল হাসান (বাংলাদেশ), খালীল আহমেদ, শাহবাজ নাদিম ও ইউসুফ পাঠান। পাঞ্জাবে আছেন মোহাম্মদ শামী, মুজিব উর রহমান (আফগানিস্তান) এবং সরফরাজ খান।

আইপিএলের রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানিয়েছেন, আমাদের দলে এ সুবিধা পাচ্ছেন ২ মুসলিম ক্রিকেটার। অলরাউন্ডার মঈন আলি ও পেসার মোহাম্মদ সিরাজকে সেই সুযোগ করে দেয়া হয়েছে।

তিনি জানান, মুসলিম ক্রিকেটাররা সাধারণত মদ ও তামাক প্রচারবিরোধী। আমাদের দলের হয়ে মঈন আলি ও মোহাম্মদ সিরাজ খেলছেন। মদের লোগো না পরে খেলার জন্য তারা আমাদের কাছে অনুরোধ করেছিল। তাদের বিশ্বাসের কথা মাথায় রেখে আমরা ওদের অনুরোধ গ্রহণ করেছি। ধর্মীয় সংবেদনশীলতা সম্পর্কে আমরা খুবই সচেতন।

চেন্নাই সুপার কিংসের প্রধান নির্বাহী কাশি বিশ্বনাথ বলছেন, আমরা এখনও কোনো মুসলিম ক্রিকেটারের কাছ থেকে এ রকম কোনো অনুরোধ পাইনি। তবে চাইলে এ সুবিধা তারা নিতে পারবেন।

Bootstrap Image Preview