Bootstrap Image Preview
ঢাকা, ০১ বুধবার, মে ২০২৪ | ১৮ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

অবসর নিয়ে শচীনের পরামর্শ নিয়েছেন যুবরাজ

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৬ মার্চ ২০১৯, ০৯:৪৬ AM আপডেট: ২৬ মার্চ ২০১৯, ০৯:৪৬ AM

bdmorning Image Preview


আইপিএল ১২-র নিলামে প্রথমে বিক্রিই হচ্ছিলেন না এককালে এই টুর্নামেন্টের সবচেয়ে দামী ক্রিকেটার। প্রথম রাউন্ডে কোনও ফ্র্যাঞ্চাইজিই তাঁকে কেনার আগ্রহ দেখায়নি। পরে এক কোটি টাকা দিয়ে তাঁকে দলে নেয় মুম্বাই ইন্ডিয়ান্স। নীতা আম্বানির দলের জার্সি গায়ে চাপিয়েই হুঙ্কার দিয়েছিলেন, এবার আইপিএলে নিজেকে উজাড় করে দেবেন। কথা রাখলেন।রবিবার ওয়াখেড়েয় দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে মুম্বাই ইন্ডিয়ান্স হারলেও দারুণ ব্যাটিং করেন যুবরাজ৷

৩৫ বলে ৩ ছক্কা ও পাঁচটি বাউন্ডারির সাহায্যে ৫৩ রানের ইনিংস খেলেন যুবি৷ ২১৩ রান তাড়া করে মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে সর্বোচ্চ রান আসে এই স্টাইলিশ বাঁ-হাতির ব্যাট থেকে৷ দল হারলেও মালকিনের হাত থেকে বিশেষ ব্যাজ পান যুবি৷ ম্যাচের পর যুবি বলেন, ‘গত দু’বছর ধরে আমার কেরিয়ারে উত্থান-পতন চলছে৷ আমার কী করা উচিত, তা ভেবে পাচ্ছিলাম না৷ কিন্তু আমি প্রথম দিকের মতো এখনও খেলে আনন্দ পাই৷ যতদিন সেটা পাব, খেলা ছাড়ার প্রশ্ন নেই৷ এখন আমি দেশের হয়ে খেলছি না৷ সুতরাং যখন খেলে আনন্দ পাব না, তখন আমার বুট জোড়া তুলে রাখব৷’

নিজের ক্রিকেট ভবিষ্যত নিয়ে মুম্বাই ইন্ডিয়ান্সের মেন্টর তথা কিংবদন্তি শচীন টেন্ডুলকারের সঙ্গে কথা বলেছেন যুবি৷ এ প্রসঙ্গে তিনি বলেন, ‘অবসর প্রসঙ্গে আমি শচীনের সঙ্গে কথা বলেছি৷ ও এই রকম সময়ের মধ্যে দিয়ে গিয়েছে৷ ৩৭-৩৮ বছর ধরে খেলে গিয়েছে৷ সুতরাং বিষয়টি সহজ করতে আমি শচীন পাজির সঙ্গে কথা বলি৷’

Bootstrap Image Preview