Bootstrap Image Preview
ঢাকা, ২৯ সোমবার, এপ্রিল ২০২৪ | ১৬ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

ঘরোয়া ক্রিকেট খেলা দেখতে মাঠে আসা দর্শক খুঁজে পাওয়া মুশকিলঃ মোসাদ্দেক

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৪ মার্চ ২০১৯, ০৪:৫৭ PM আপডেট: ২৪ মার্চ ২০১৯, ০৪:৫৭ PM

bdmorning Image Preview


ঘরোয়া ক্রিকেটে আবাহনী ও মোহামেডানের খেলা মানেই উত্তেজনা। গ্যালারিতে দর্শক। কিন্তু কালের বিবর্তনে সেই দৃশ্য এখন আর মাঠে দেখা যায় না। শূন্য মাঠে খেলা করে এই দুটি দল। মাঠে  দর্শক না থাকায় হতাশ আবাহনীর অধিনায়ক মোসাদ্দেক হোসেন সৈকত। 

মিরপুরে সোমবার ঢাকা লীগের এবারের আসরে প্রথমবারের মত মুখোমুখি হবে এই  দুটি দল। মাঠের নামার আগের দিন সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে  মাঠে দর্শক না থাকায় দুঃখ প্রকাশ করলেন,
সেই উত্তেজনা আসলে মাঠে পাওয়া যায় এখন। আগে অনেক বেশি দর্শক থাকে না। আবাহনীর একটা সাইড থাকত, মোহামেডানের একটা সাইড থাকত। পুরো ফ্যাকড থাকত গ্যালারী। এখন হয়তো গুটিকয়েক দর্শক থাকে মাঠে, আমরা প্লেয়াররা তাদের মত খেলি। এটাই চলছে আবাহনী-মোহামেডান ম্যাচে।

তবে দর্শক নিয়ে চিন্তিত নয় বলে তিনি আরো জানান, আমরা জাতীয় দলের বাইরে যখন খেলি তখন আমাদের মেইন ফোকাস থাকে ডোমেস্টিক লীগ গুলায়। আমরা যদি দর্শক নিয়ে চিন্তা করি তাহলে নিজের পারফর্মেন্সে ফোকাস করতে পারব না। দর্শক কি করছে সেটা আমাদের মূল টার্গেট না। আমি চাইব না আবাহনী মোহামেডান হোক বা যেই ম্যাচেই হোক, দর্শক যেন থাকে। এটা বাড়তি অনুপ্রেরণা হয়ে দাঁড়ায়। দিন শেষে আমাদেরেই পারফর্ম করতে হবে এটা হচ্ছে সবচেয়ে বড় কথা।

আবাহনী এখন পর্যন্ত পাঁচ ম্যাচে চারটিতে জয় পেয়েছে। মোহামেডান সমান ম্যাচে জয় পেয়েছে তিনটি। দুই দলই তাদের শেষ ম্যাচে হারের তিক্ত স্বাদ পেয়েছে।

Bootstrap Image Preview