Bootstrap Image Preview
ঢাকা, ২৮ রবিবার, এপ্রিল ২০২৪ | ১৫ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

হায়দ্রাবাদের একাদশে সাকিবের জায়গা পাওয়া কঠিন?

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৪ মার্চ ২০১৯, ০১:১২ PM আপডেট: ২৪ মার্চ ২০১৯, ০১:৪৫ PM

bdmorning Image Preview


গত বছরের মতো এবারও সানরাইজার্স হায়দরাবাদের হয়ে মাঠে নামার কথা সদ্যই বড় ধরনের ইনজুরি কাটিয়ে উঠা সাকিবের। ইনজুরির চেয়ে এই মুহূর্তে সাকিবভক্তদের বড় চিন্তা হায়দরাবাদের একাদশে বিদেশিদের প্রতিযোগিতা। আইপিএলে দলগুলো প্রতি ম্যাচে সর্বোচ্চ চারজন বিদেশি ক্রিকেটার খেলাতে পারে। সে হিসেবে সাকিব হায়দারাবাদের হয়ে ম্যাচ খেলতে পারবেন কি না তা নিয়ে সংশয় রয়েছে। কারণ আইপিএলের সাবেক চ্যাম্পিয়ন দলটির স্কোয়াডে রীতিমতো তারকার হাট। ডেভিড ওয়ার্নার নিষেধাজ্ঞা কাটিয়ে ফিরেছেন!!

এবার দারুণ ফর্মে থাকা ইংলিশ ব্যাটসম্যান জনি বেয়ারস্টো আর মার্টিন গাপটিলকে কিনেছে হায়দরাবাদ। আগে থেকেই আছেন কেন উইলিয়ামসন, রশিদ খান, মোহাম্মদ নবিরা। বিলি স্টানলেকের মতো বিদেশিও আছে হায়দরাবাদের একাদশে!

অনুমিতভাবেই ওয়ার্নার, রশিদকে উপেক্ষা করার সাহস করবে না হায়দরাবাদ। আবার দারুণ ফর্মে থাকা জনি বেয়ারস্টোকেও উপেক্ষা করতে গেলে সাহসের প্রয়োজন হবে। সেক্ষেত্রে সাকিব হতে পারতেন চতুর্থজন। কিন্তু কাল কেন উইলিয়ামসনকে অধিনায়কই বানিয়ে দিল দলটি। অর্থাৎ উইলিয়ামসন একাদশে অনেকটা নিশ্চিতই!

বেয়ারস্টোকে একটু দূরে রাখলেও বলতে হবে হায়দরাবাদের একাদশে ইনজুরি ছাড়া ওয়ার্নার, রশিদ খান, উইলিয়ামসন মোটামুটি নিশ্চিতই। সেক্ষেত্রে চতুর্থ বিদেশি হওয়ার জন্য বেয়ারস্টো, গাপটিল, মোহাম্মদ নবিদের সঙ্গে লড়াই করতে হবে সাকিবকে। বেয়ারস্টো, গাপটিলের সঙ্গে মোহাম্মদ নবিও দারুণ ফর্মে আছেন। সম্প্রতি ইংলিশ কাউন্টিতে বেশ কয়েকটি ভালো ইনিংস খেলেছেন তিনি!!

তবে ইনজুরি কাটিয়ে ওঠা সাকিবকে একাদশে নেওয়ার জন্যও বহু যুক্তি খুঁজে পাবে হায়দরাবাদের টিম ম্যানেজমেন্ট। গত বিপিএলে টুর্নামেন্ট সেরা খেলোয়াড় হয়েছেন সাকিব। বল হাতে নিয়মিত আগুন ঝড়ানোর পাশাপাশি ব্যাট হাতে বেশ কিছু ভালো ইনিংস খেলেছেন তিনি। গত আইপিএলেও হায়দরাবাদের হয়ে বল ও ব্যাট দুই বিভাগে দারুণ খেলেছিলেন!!

Bootstrap Image Preview