Bootstrap Image Preview
ঢাকা, ২৮ রবিবার, এপ্রিল ২০২৪ | ১৫ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

দুপুরে অনিশ্চিত উইলিয়ামশন, কে হচ্ছেন হায়দ্রাবাদের অধিনায়ক?

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৪ মার্চ ২০১৯, ১০:৫০ AM আপডেট: ২৪ মার্চ ২০১৯, ১০:৫১ AM

bdmorning Image Preview


বাংলাদেশের বিরুদ্ধে টেস্ট সিরিজ চলাকালীন কাঁধে চোট পেয়েছিলেন। চোট পুরোপুরি সেরে উঠেছে কিনা সে সম্পর্কে ধোঁয়াশায় হায়দরাবাদ টিম ম্যানেজমেন্ট। তাই ইডেনে কেকেআরের বিরুদ্ধে আইপিএলের প্রথম ম্যাচে অনিশ্চিত উইলিয়ামসন। তাই আজকের ম্যাচে হায়দ্রাবাদ দলের অধিনায়কত্বে আসতে পারে পরিবর্তন। 

শনিবার উইলিয়ামসনের ইনজুরি প্রসঙ্গে হাদ্রাবাদ কোচ টম মুডি বলেন, ‘মার্টিন গুপ্তিলকে সঙ্গে নিয়ে উইলিয়ামসন গত রাতেই দলের সঙ্গে যোগ দিয়েছে। নিউজিল্যান্ডে ওদের একটা অ‍্যাওয়ার্ড ফাংশন ছিল। উইলিয়ামসনের চোট আছে বটে, তবে সেটা দীর্ঘমেয়াদি নয়। প্রথম ম্যাচে খেলতে পারবে কি না, সেই সিদ্ধান্ত নেওয়া হবে ম্যাচের দিনই। শেষমেষ যদি নাও খেলতে পারে, তবে পরবর্তী ম্যাচের আগে বেশ কয়েকদিন সময় পাওয়া যাবে। তাই দ্বিতীয় ম্যাচে ওর মাঠে নামতে অসুবিধা হবে বলে মনে হয় না।’

মুডি এটাও জানিয়ে দেন যে, উইলিয়ামসন না খেললে ইডেনে কেকেআরের বিরুদ্ধে সানরাইজার্সকে নেতৃত্ব দেবেন ভুবনেশ্বর কুমার, যাকে এই মৌসুমে সহ-অধিনায়ক নির্বাচিত করেছে সানরাইজার্স ফ্র‍্যাঞ্চাইজি।

উইলিয়ামসনকে নিয়ে কোনও নিশ্চয়তা দিতে না পারলেও টম মুডি যাবতীয় জল্পনা দূর করেন ডেভিড ওয়ার্নারকে নিয়ে। নির্বাসনের মেয়াদ এখনও শেষ না হওয়ায় ওয়ার্নার আদৌ আইপিএলের প্রথম ম্যাচে মাঠে নামতে পারবে কি না, তা নিয়ে ধোঁয়াশা ছিল। মুডি স্পষ্ট জানান যে, ওয়ার্নারকে প্রথম ম্যাচ থেকেই পাওয়া যাবে এবং কেকেআরের বিরুদ্ধে মাঠে নামার জন্য মুখিয়ে রয়েছেন ডেভিড।

Bootstrap Image Preview