Bootstrap Image Preview
ঢাকা, ২৮ রবিবার, এপ্রিল ২০২৪ | ১৫ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

মালিঙ্গাকে পাচ্ছে না মুম্বাই, খেলবেন ঘরোয়া লিগ

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৩ মার্চ ২০১৯, ০৩:১০ PM আপডেট: ২৩ মার্চ ২০১৯, ০৩:১৬ PM

bdmorning Image Preview


আজ থেকে মাঠে গড়াচ্ছে আইপিএলের দ্বাদশ আসর। এই আসরে মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে খেলার কথা ছিল শ্রীলঙ্কান পেসার লাসিথ মালিঙ্গার। তবে বোর্ডের শর্ত পূরণ করতে মুম্বাই ইন্ডিয়ান্স কে না বললেন তিনি। 

আইপিএলের দ্বাদশ আসর খেলতে শ্রীলঙ্কা বোর্ডের কাছে এনওসি চেয়েছিলেন মালিঙ্গা। তবে ওয়ানডে অধিনায়ক মালিঙ্গাকে বোর্ডে থেকে সরাসরি জানিয়ে দেওয়া হয়েছে বিশ্বকাপের আগে ঘড়োয়া লিগে অংশ না নিলে বিশ্বকাপ দলে জায়গা দেওয়া হবে না। তাই মালিঙ্গা স্বাভাবিক ভাবেই দেশের সুপার প্রভিন্সিয়াল ওয়ানডে টুর্নামেন্টেকে বেছে নিয়েছেন। 

মালিঙ্গা বলেন, ‘আমি যখন বোর্ডের কাছে আইপিএল খেলার অনাপত্তিপত্র চাইলাম, তারা আমাকে জানালো যে যারা বিশ্বকাপে খেলতে ইচ্ছুক তাদের অবশ্যই প্রভিন্সিয়াল টুর্নামেন্টে খেলতে হবে। তাই আমি তাদের বলেছি যে এ টুর্নামেন্টে খেলবো এবং বোর্ডকে বলেছি এটা যেনো মুম্বাই ইন্ডিয়ানসকেও জানিয়ে দেয়। এজন্য যদি আমাকে টাকা হারাতে হয় তাও সমস্যা নেই আমার। কারণ আমি দেশের জন্য এটি করছি।’

এদিকে শ্রীলঙ্কার ঘরোড়া টুর্নামেন্ট শেষ করেতে করতে আইপিএলে মুম্বাই এই সময়ে ৬-৮টি ম্যাচ খেলে ফেলবে।মালিঙ্গা মনে করেন, এর পর তারা হয়তো আর তার জন্য মুম্বাই ইন্ডিয়ান্স অপেক্ষা করবে না। তাই তার বিকল্প কোনো ক্রিকেটারকে দলে নেন।

 

Bootstrap Image Preview